
নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন।
জানা গেছে, উচ্চমাত্রার ডায়াবেটিস ও উচ্চরক্ত চাপ থাকায় এই মুক্তিযোদ্ধা গত মঙ্গলবার রাতে বাথরুমে পড়ে যান। এতে তার পায়ের গোড়ালির হাড় ক্ষতিগ্রস্ত হয়। পরে বুধবার দুপুরে প্রিয়ভাষিণীকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
ল্যাব এইডের জনসংযোগ কর্মকর্তা সাইফুর রহমান লেলিন জানান, গোড়ালিতে প্রচণ্ড চোট নিয়ে তিনি হাসপাতালে আসেন। পরে অর্থোপেডিকস বিভাগে চিকিৎসা চলাকালীন অবস্থায় তিনি দুই দফায় সংজ্ঞাহীন হয়ে পড়েন। তারপর থেকে তিনি সিসিইউতে রয়েছেন।
তিনি আরো জানান, ওই ঘটনার পর তাকে সিসিইউতে নেওয়া হয়। বর্তমানে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক বারীণ চক্রবর্তীর নেতৃত্বে গঠিত একটি মেডিক্যাল বোর্ড তার চিকিৎসা করছে।
ফেরদৌসী প্রিয়ভাষিণী বাংলাদেশের প্রখ্যাত ভাস্কর। তার শিল্পকর্ম বেশ জনপ্রিয়। তিনি ২০১০ সালে স্বাধীনতা পদক পান।