বনানীতে তরুণীকে ধর্ষণের ইভানকে অভিযুক্ত করে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে ফের জন্মদিনের নিমন্ত্রণ দিয়ে বাসায় নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ব্যবসায়ীর ছেলে বাহাউদ্দিন ইভানকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

গত ৪ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই শরিফুল ইসলাম ঢাকা সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তবে আজ বৃহস্পতিবার বনানী থানার আদালতের নারী ও শিশু নির্যাতন শাখার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা মহানগর হাকিম ফাহ্দ বিন আমিন চৌধুরীর আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে তিনি তা দেখান। পরবর্তীতে অভিযোগপত্র ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বদলি হবে বলে জানান তিনি।

মামলার বিবরণ থেকে জানা যায়, জন্মদিনের অনুষ্ঠান ও বিয়ের আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য গত বছরের ৪ জুলাই ওই তরুণীকে বাসায় যাওয়ার কথা বলে ডেকে নেন ইভান। বাসায় কেউ নেই দেখে সেখান থেকে তিনি চলে আসতে চান ওই তরুণী। কিন্তু ইভান তাকে জোর করে নেশাজাতীয় কিছু একটা খাওয়ানোর পর ধর্ষণ করেন। রাত সাড়ে ৩টার দিকে ওই তরুণীর ভ্যানিটি ব্যাগ রেখে বাসা থেকে বের করে দেন।