
নিজস্ব প্রতিবেদক : বন্যায় গত একমাসে ১১ জেলায় ৭১ জন মারা গেছেন। সবচেয়ে বেশি মারা গেছে পানিতে ডুবে, এরপর সাপের কামড়ে।
১ জুলাই থেকে ৩১ জুলাই পানিতে ডুবে মারা যায় ৫৯ জন। সাপের কামড়ে আক্রান্ত ১০ জনের মধ্যে মারা গেছে সাতজন। এছাড়া বজ্রপাতে দুজন ও অন্যান্যভাবে মারা গেছে তিনজন। এছাড়া গত একমাসে ডায়রিয়ায় ৩ হাজার ৮৭৬ জন আক্রান্ত হলেও এ রোগে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও কন্ট্রোল রুমে সংগৃহিত দুর্যোগ ও বন্যাজনিত কারণে আঘাত, মৃত্যু ডায়রিয়াসহ অন্যান্য রোগের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাঠানো তথ্যে প্রতিদিন এ প্রতিবেদন করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সিলেট, মৌলবীবাজার, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, কক্সবাজার, নীলফামারী, টাঙ্গাইল, গাইবান্ধা জেলার ৮৮ উপজেলার মধ্যে ২৩টি উপজেলা বন্যা দুর্গত। ২৩ উপজেলার ৭৮৮ ইউনিয়নের মধ্যে ১১২ ইউনিয়ন আক্রান্ত। এসব এলাকায় ১০৫২টি মেডিকেল টিম কাজ করছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ শাখা) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা বলেন, বন্যা দুর্গত এলাকায় আমাদের অনেকগুলো বিভাগ একসঙ্গে কাজ করছে। দুর্গত এলাকায় ডায়রিয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডায়রিয়া নিয়ন্ত্রনে ও রোধে আমরা পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট সরবরাহ করছি। যেখান থেকে আমাদের ডাকছে সেখানেই সরবরাহ করা হচ্ছে। তবে আমাদের স্যালাইনের মজুদ একটু কমে গেছে। মজুদ বাড়ানোর জন্য আইপিএসকে জানানো হয়েছে। আইপিএস আমাদের এক লাখ স্যালাইন দেবে।
তিনি বলেন, আমাদের কাছে স্যালাইন যা আছে, তাতে এই বন্যায় আক্রান্তদের পর্যাপ্তভাবে সরবরাহ করা যাবে। আগস্টে আবার বন্যার হওয়ার কথা শোনা যাচ্ছে। মূলত সেকারণে এক লাখের চাহিদা দেওয়া।
সাপের কামড়ে মারা যাওয়া প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের ডিপিএম (ইপিআর) ডা. মাসুদ রেজা খান বলেন, সম্প্রতি দেশের সব জেলায় সাপের বিষের এন্টি ভেনম দেওয়া হয়েছে। এছাড়া এটি ব্যবহারবিধি সম্পর্কে সচেতন করতে বিভিন্ন উপজেলায় সচেতনতা মূলক প্রশিক্ষন দেওয়া হচ্ছে।