বরখাস্ত ইতালি দলের কোচ জামপিয়েরো ভেনতুরাকে

ক্রীড়া ডেস্ক : দলকে বিশ্বকাপের মূলপর্বে তুলতে ব্যর্থ হওয়ায় বরখাস্ত করা হয়েছে ইতালি জাতীয় দলের কোচ জামপিয়েরো ভেনতুরাকে।

বাছাইপর্বে প্লে-অফে সুইডেনের বিপক্ষে হেরে ৬০ বছরের মধ্যে এই প্রথম বিশ্বকাপের মূলপর্বে উঠতে ব্যর্থ হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর এ কারণেই বুধবার ভেনতুরাকে বরখাস্ত করার ঘোষণা দেয় ইতালি ফুটবল ফেডারেশন।

প্লে-অফের প্রথম ম্যাচে সুইডেনের বিপক্ষে ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল ইতালি। তবে ঘরের মাঠে ফিরতি ম্যাচ হওয়ায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় ছিল আজ্জুরিরা। কিন্তু সান সিরোতে পরের ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় রাশিয়া বিশ্বকাপ থেকেই ছিটকে পড়তে হয়েছে বুফন-বুনচ্চি-চিয়েল্লিনিদের।

১৯৫৮ সালে সবশেষ বিশ্বকাপের মূলপর্বে খেলতে পারেনি ইতালি। ওই সময় বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সুইডেনে। এবার সেই দলটিই ইতালিকে বিশ্বকাপ থেকে ছিটকে ফেলে দিয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছে।

ইতালি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করার কথা আগেই জানিয়েছিলেন ভেনতুরা। তাকে বরখাস্ত করা নিয়ে ইতালি ফুটবল ফেডারেশনের সভাপতি কার্লো তাবেচ্চিও জানান, ‘আমি ভেনতুরার সঙ্গে কথা বলেছি। আমি তাকে জানিয়েছি তার সেবা আমাদের আর প্রয়োজন নেই।’

নতুন কোচ হিসেবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের প্রাক্তন কোচ কার্লো আনচেলত্তির নাম শোনা যাচ্ছে।

সম্প্রতি ভেনতুরার সঙ্গে চুক্তি নবায়ন করেছিল ইতালি ফুটবল ফেডারেশন। নতুন চুক্তি অনুযায়ী ২০২০ সাল পর্যন্ত থাকার কথা ছিল তার। তবে ইউরোপের হট ফেবারিট ইতালি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় অসময়ে সরে দাঁড়াতে হলো তাকে।