বরগুনায় ডিজিটাল সেন্টার পরিচালকদের রাজস্বখাতে নেওয়ার দাবিতে আলোচনা সভা ও মানববন্ধন

আবুল হাসান বেল্লাল, অনুসন্ধান প্রতিবেদক: ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বরগুনা জেলা ডিজিটাল সেন্টার পরিচালক (উদ্যোক্তা) ফোরাম কর্তৃক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১১/১১/২০১৭ ইং তারিখ সকাল ১০ ঘটিকার সময় এক আলোচনা সবার আয়োজন করা হয়। উদ্যোক্তা ডিজিটাল সেন্টারের পরিচালকদের রাজস্বখাতে নেওয়ার দাবিতে জেলা প্রেস ক্লাবের সম্মুখে মানববন্ধন করেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্থানীয় সরকারের তৃণমূল প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে গতিশীল ও জনগনের দোড়গোরায় সেবা পৌছে দেয়ার লক্ষে ২০১০ সালের ১১ ই নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এবং নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) প্রশাসক মিস হেলেন ক্লার্ক ভোলা জেলার চরকুকরিমুকরি ইউনিয়ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের সকল ইউনিয়ন পরিষদে একযোগে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র উদ্ভোধন করেন। পরবর্তী সময়ে তথ্য ও সেবাকেন্দ্রটি ডিজিটাল সেন্টার নামে পরিচিতি লাভ করে। ডিজিটাল সেন্টারে এখন একজন পুরুষ ও একজন নারী পরিচালক (উদ্যোক্তা) কর্মরত আছেন। আলোচনা সভায় বক্তারা বলেন, উদ্যেক্তাদের কোন বেতন-ভাতা না থাকলেও তারা ইউনিয়ন ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাজে সচিব সাহেবকে সার্বিক সহযোগীতা করে আসছেন। এ জন্য তাদেরকে সরকারিভাবে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিষ্টেম (এমআইএস) প্রশিক্ষন প্রদান করা হয়েছে। বিনা পারিশ্রমিকে বিশ্বের সবচেয়ে বড় “জাতীয় তথ্য বাতায়ন” (ন্যাশনাল ওয়েব পোর্টাল) তৈরী করেছেন। যার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ডড়ৎষফ ঝঁসসরঃ ড়হ ঃযব ওহভড়ৎসধঃরড়হ ঝড়পরবঃু (ডঝওঝ) পুরস্কারে ভূষিত করা হয়। এই পরিচালকদের (উদ্যোক্তা) নিয়ে ২০১৪ সালে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোক্তা সম্মেলন করেন। তিনি উক্ত সম্মেলনে যে সকল আশ্বাস প্রদান করেছিলেন বাস্তবে তার প্রতিফলন না ঘটায় ইউডিসি পরিচালকরা (উদ্যোক্তা) হতাশ হয়েছে। এর পর থেকে সরকারি উদ্যোগে কোন প্রতিষ্ঠাবার্ষিকী পালন না হওয়ায় এবার ডিজিটাল সেন্টার পরিচালক (উদ্যোক্তা) ফোরামের উদ্যোগে প্রতি জেলায় একযোগে র‌্যালী, আলোচনা সভা ও মানববন্ধনের মাধ্যমে এ দিনটি উদ্যাপন করা হচ্ছে। উপরন্তু অসংখ্য ইউডিসি পরিচালদের (উদ্যোক্তা) ইউডিসি থেকে অন্যায়ভাবে বের করে দেয়া হয়েছে। বর্তমান সরকারের প্রচেষ্টায় তথ্য প্রযুক্তির উৎকর্ষতা লাভ করায় যেকোন দোকানে বসেই ডিজিটাল সেবা পাওয়া যায়। ফলে ১১ হাজার পরিবার পথে বসতে চলেছে। বক্তারা আরো বলেন, ইউনিয়ন পরিষদে নতুন জনবল নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করলেও তাদের (উদ্যোক্তা) নিয়োগের জন্য কোন সিদ্ধান্ত না নেওয়ায় দীর্ঘ্যদিন যাবৎ ডিজিটাল সেন্টার জাতীয়করণ করে পরিচালকদের (উদ্যোক্তা) রাজস্বখাতে নেওয়ার দাবিতে দীর্ঘ্যদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছে। র‌্যালী ও মানববন্ধনোত্তর আলোচনা সভায় উপস্থিত ছিলেন-, ডিজিটাল সেন্টার পরিচালক (উদ্যোক্তা) ফোরাম, বরগুনা জেলা শাখার সিঃ সহ সভাপতি, মোঃ ওমর ফারুক। সহ সভাপতি, মোঃ মাসুম বিল্লাহ। সাধারন সম্পাদক মোঃ মামুন মিয়া। যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাসুদুর রহমান। দপ্তর সম্পাদক ইসহাক জুয়েল। সাধারন সম্পাদক, মোঃ জাকারিয়া, আমতলী উপজেলা শাখা। সমাজ কল্যান বিঃ সম্পাদক, মোঃ রাহাত মিয়া প্রমুখ।