নিজস্ব প্রতিবেদক, বরিশাল : আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর সদর রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন করে তারা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার সাজানো রায়ের’ প্রতিবাদে এবং তাদের ‘কারামুক্তির’ দাবিতে বিভিন্ন কর্মসচি পালন করছে দলটি। বরিশালে পুলিশ বেষ্টনীর মধ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। তিনি এখন কারাগারে আছেন। এই মামলায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন, মহানগর সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া প্রমুখ।


