বরিশালে স্কুলছাত্রীকে অপহরণের আট দিন নির্যাতন পরিবারের কাছে ফিরিয়ে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালে স্কুলছাত্রীকে অপহরণের পর আট দিন নির্যাতন শেষে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে।

পরে শালিস বিচারের মাধ্যমে ৩০ হাজার টাকায় দফারফা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ধরনের ঘটনায় সালিস বিচারের কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ওই স্কুলছাত্রীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

অপহৃতের পরিবার জানায়, গত ২ ডিসেম্বর থেকে নগরীর আলেকান্দাস্থ ইউসেফ স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়। এ ঘটনায় অপহৃতের মা মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় নিখোঁজের দুইদিন পর একটি সাধারণ ডায়েরি করেন।

গত শুক্রবার রাতে মাদারীপুর থেকে ওই ছাত্রীকে ফিরিয়ে দেওয়া হয়।

অপহৃতের মা বলেন, নগরীর ২২নং ওয়ার্ড কাজীপাড়াস্থ একটি বাসায় ভাড়া থাকেন তারা। তাদের বাসার পাশে প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর আ.ন.ম সাইফুল ইসলাম আজিমের মালিকানাধীন টোটাল গ্যাসের ডিপোর গাড়ি চালাতো মহসিন নামের এক যুবক। ওই যুবক তার মেয়েকে অপহরণ করে।

এ বিষয়ে অপহৃত স্কুলছাত্রীর সঙ্গে কথা বললে সে জানায়, শুক্রবার রাস্তায় বের হওয়ার পর ড্রাইভার মহসিন তাকে আচার খেতে দিলে সে হঠাৎ করে অচেতন হয়ে পড়ে। পরে তাকে মহসিন মাদারীপুরে তার বোনের বাড়িতে নিয়ে যায়। বোনের বাড়িতে নিয়ে মহসিন তাকে নির্যাতন করে। পরে মহসিনের স্ত্রী সালমা শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে অপহৃতের নিজ বাসায় দিয়ে যায়।

বিষয়টি নিয়ে অপহৃতের বাবার সঙ্গে কথা বললে তিনি সাংবাদিকদের জানান, আজ শনিবার বেলা ১১টায় বিষয়টি মীমাংসার জন্য বসা হয়। সেখানে ৩০ হাজার টাকা দিয়ে বিষয়টি মীমাংসার কথা বলেন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আ.ন.ম সাইফুল ইসলাম আজিম, ফেরদৌস ও মিজানুর রহমান।

স্থানীয় বাসিন্দা ফয়েজ খান শান্ত বলেন, টোটাল গ্যাসের ডিপোতে বসে তারা সালিসি করে দেন। সেখানে মেয়ের বাবাই ৫০ হাজার টাকা দাবি করে। তবে সালিস শেষে ৩০ হাজার টাকায় গিয়ে বিষয়টি মীমাংসা হয় এবং ১০০ টাকার একটি ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে ওই ছাত্রীর বাবা ও অভিযুক্ত মহসিন স্বাক্ষর করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

এই ব্যাপারে প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর আ.ন.ম সাইফুল ইসলাম আজিম বলেন, বিষয়টি পুরোই ভিত্তিহীন। এরকম অভিযোগ আমাকে ফাঁসানোর চেষ্টা। আমি কোনো সালিসিতে ছিলাম না। নিজের খেয়ে পরের বনের মেষ তাড়াবার সময় আমার নেই।

বরিশাল জেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম বলেন, তারা (মাতবররা) এ ব্যাপারে ভিকটিমকে কোনো আইনি সহায়তা দিতে পারবেন না অর্থাৎ তাদের কোনো এখতিয়ার নেই। তারা মেয়েটাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে ৬ মাস পর্যন্ত রেখে হাতের কাজ শিখিয়ে স্বাবলম্বী করতে পারবেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ বলেন, এ বিষয়ে সাধারণ ডায়েরি হয়েছিল। আমি শুনেছি বিষয়টি নিয়ে সালিস হয়েছে। এসব কেসে স্থানীয় সালিসের কোনো সুযোগ নেই। যা করতে হবে আইনের আশ্রয়ে এসে করতে হবে। এই সালিস যারা করেছে তাদেরও আইনের আওতায় আনা হবে। এ ছাড়া স্কুলছাত্রীকে অপহরণ ও নির্যাতন করে আট দিন বেপাত্তা রাখার কারণে অভিযুক্তদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।