বাংলাদেশের মেয়েরা শেষ ওয়ানডেও হারল

ক্রীড়া ডেস্ক: ব্যর্থতার বৃত্তে বন্দী থাকা বাংলাদেশের মেয়েরা শেষ ওয়ানডেও হারল। দক্ষিণ আফ্রিকায় হোয়াইটওয়াশড বাংলাদেশ।

৬ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাটিং করে বাংলাদেশ ৯ উইকেটে করে ১৬৬ রান। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৫ ওভার হাতে রেখে জয় পায় প্রোটিয়া মেয়েরা।

আগের তিন ওয়ানডেতে একশ ছুঁতে পারেনি টাইগ্রেসরা। শেষ ম্যাচে বাংলাদেশ পেয়েছিল ১৬৬ রানের পুঁজি। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন অধিনায়ক রুমানা আহমেদ। এছাড়া ওপেনার শারমিন সুলতানা করেন ৫৩ রান। ১২ রান আসে নিগার সুলতানার ব্যাট থেকে। এছাড়া বাকি সাত ব্যাটসম্যানদের মধ্যে কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। বল হাতে প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন শাবনিম ইসমাইল।

সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে সফরকারীদের শুরুটাও ছিল ভালো। ৭৯ রানের উদ্বোধনী জুটি গড়েন লিজলি লি ও লওরা উলভার্ট। ১৭তম ওভারে এ জুটি ভাঙেন খাদিজাতুল কুবরা। ৪৪ রানে ফেরেন লি। এক বল পরই তিনে নামা ত্রিশা চেট্টিকে আউট করেন খাদিজাতুল কুবরা। দ্রুত ২ উইকেট তুলে নিলেও ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। ভন নিইরেককে সঙ্গে নিয়ে জয়ের পথে হাঁটেন উলভার্ট। নিইরেক ২৯ সাজঘরে ফেরেন। ওপেনার উলভার্ট ৭০ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।

ম্যাচ সেরা নির্বাচিত হন উলভার্ট।

দুই দল এখন মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। বৃহস্পতিবার শুরু হবে প্রথম ম্যাচ।