বাংলাদেশে টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে চীন

নিজস্ব প্রতিবেদক : পাওয়ার ইঞ্জিনিয়ারিংসহ সকল টেকনিক্যাল বিষয়ে দক্ষ মানবসম্পদ তৈরিতে বাংলাদেশে টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে চীন। ইনস্টিটিউটি গড়তে সার্বিক তত্ত্বাবধানে থাকবে বাংলাদেশ চায়না ইনস্টিটিউট অব টেকনোলোজি (বিসিআইটি)।

বুধবার ঢাকায় সফররত চীনের সাত সদস্যের প্রতিনিধিদল মহাখালীতে ডিবিসি নিউজ কার্যালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চীনের গানসু প্রদেশের পররাষ্ট্রবিষয়ক ডেপুটি ডিরেক্টর জেনারেল ইয়াং ইয়াংগং। এ সময় চীনের লানজু জিয়াতং ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ইয়াং জিজিয়াং, বাংলাদেশ চায়না ইনস্টিটিউট অব টেকনোলোজির চেয়ারম্যান মাসুম এম মসহিন, ব্যবস্থাপনা পরিচালক চার্লি চা ও ডিবিসি নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা এম মনজুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

চীনের লানজু জিয়াতং ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ইয়াং জিজিয়াং জানান, বর্তমানে বাংলাদেশে সরকারি-বেসরকারি বেশ কয়েকটি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে উঠছে। এসব প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর পাওয়ার ইঞ্জিনিয়ারসহ টেকনিক্যাল এক্সপার্ট প্রয়োজন।

তিনি জানান, টেকনিক্যাল ইনস্টিটিউট গড়ার আগে পাইলট প্রোজেক্ট হিসেবে স্টামফোর্ড ইউনিভার্সিটিতে পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর ওপর চার বছর মেয়াদি উচ্চতর ডিগ্রি কোর্সের ব্যবস্থা করা হয়েছে। সরাসরি চীনের অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত হবে এ বিভাগ।

ইকবাল সোবহান চৌধুরীর জানান, দ্রুত বিকাশমান বাংলাদেশের পাওয়ার সেক্টরসহ বিভিন্ন কারিগরি দিকে চাহিদা থাকা সত্ত্বেও রয়েছে দক্ষ জনবলের অভাব। আর তা পূরণে চীনের এ সহযোগিতা ইতিবাচক প্রভাব ফেলবে।