
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় সরোয়ার হোসেন টিটু (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে বাড্ডা লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। সারোয়ার বাড্ডার গুদারাঘাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বাড্ডা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ শেখ জানিয়েছেন, রাতে সারোয়ার ও তার এক বন্ধু মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় তুরাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সারোয়ার গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন মাসুদ শেখ।