
বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বেতছড়া এলাকায় পাহাড় ধসের ঘটনায় নিখোঁজ কৃষি ব্যাংক কর্মকর্তা গৌতম নন্দীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বেতছড়া আর্মি ক্যাম্পের পাশে সাঙ্গু নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাত ২টার দিকে পরিবারের সদস্যরা তার লাশ শনাক্ত করেন।
রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর আলী জানান, স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি শনাক্ত করার জন্য নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের খবর দেওয়া হয়। রাতে গৌতম নন্দীর ছেলে তূর্য নন্দী ও শ্যালক দিগন্ত নন্দীসহ পরিবারের লোকজন এসে তার লাশ শনাক্ত করেন।