বিএনপির অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বিএনপির অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বেলা ইসির সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক হয়।

বিভিন্ন জনসভায় গিয়ে প্রধানমন্ত্রীর ভোট চাওয়া আচরণবিধির লঙ্ঘন, এ অভিযোগ জানিয়ে বিএনপি ইসিকে চিঠি দিয়েছে। এ বিষয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, আমরা চিঠি আনুষ্ঠানিকভাবে পাইনি। ডাকযোগে পেয়েছি গতকাল সন্ধ্যায়। নির্বাচন কমিশনে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। নির্বাচন কমিশন বলেছে যে, আইন অনুসরণ করেই তাদের অভিযোগ নিষ্পত্তি করা হবে।

আইনে কী আছে, জানতে চাইলে নির্বাচন কমিশনের সচিব বলেন, আইনে আছে, যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তখন সবকিছু নির্বাচন কমিশনের ওপর বর্তায়।

তফসিল ঘোষণার আগে তাদেরকে আটকানোর কোনো বিষয় কি আছে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দরখাস্তটি কেবল পেলাম। বিষয়গুলো আরো খতিয়ে দেখে আপনাদেরকে জানাব।

এটা কি বিএনপিকেও জানাবেন, জানতে চাইলে তিনি বলেন, চিঠিটা কেবল পেলাম। পরে এটি খতিয়ে দেখে বলতে পারব।

চিঠিতে তারা (বিএনপি) মূলত কী চেয়েছেন? এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে যাতে নির্বাচন কমিশনের একটা ভূমিকা থাকে তা চেয়েছে বিএনপি।