বিদ্যালয়ে উপজেলা চেয়ারম্যান; শিক্ষিকা ঘুমাচ্ছেন

আহমদ রেযা: এই চিত্র- সিলেটের জকিগঞ্জের এক প্রাথমিক বিদ্যালয়ের। উপজেলা চেয়ারম্যান স্কুলটি পরিদর্শনে গেলে এই অবস্থা দেখতে পান। সূত্র জানায়, উপজেলা চেয়ারম্যান জনাব ইকবাল আহমদ শ্রেণিকক্ষে ১০ মিনিট অবস্থান করার পরও শিক্ষিকার ঘুম ভাঙেনি! আহা- বেচারী! স্কুলে এসে ভরদূপুরে এতোগুলো ছাত্র-ছাত্রীদের সামনে এভাবে ঘুমিয়ে পড়াটা প্রমাণ করে- বেচারীর ওপর সংসারের কী ধকলটাই না যাচ্ছে!
শ্রেণিকক্ষে এসে এভাবে ‘বিন্দাস’ ঘুমানো একথাই প্রমাণ করে যে, জাতির মেরুদণ্ড আর সোজা নেই- বাঁকা হয়ে গেছে ঘুমন্ত ওই শিক্ষিকার ‘স্লিপিং স্টাইলের’ মতো। সূত্র উল্লেখ করেছে- এভাবে ক্লাসে এসে ঘুমানো উক্ত শিক্ষিকার অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে। বিশ্বস্থ সূত্রের তথ্য মতে, ছাত্রলীগ নেতা সুবিনয় চন্দ্র মল্লিকের স্ত্রী হওয়ায় এই শিক্ষিকাকে কেউ কিছু বলার সাহস রাখে না। জাতির মেরুদণ্ড সোজা রাখার দায়িত্ব যাদের, তারা যদি ঘুমের ঘোরে এভাবে অচেতন হয়ে নেতিয়ে পড়েন- তো এই জাতির অবস্থা কী হবে বলে আপনারা মনে করেন?
কিন্তু আমরা ইচ্ছে করলেই আজীবন সরকারি বেতন-ভাতা ভোগকারী এই নেতিয়ে পড়া শিক্ষক-শিক্ষিকাদের মেরুদণ্ড চিরদিনের জন্য সোজা করে দিতে পারি। প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদেরকেই নিজেদের স্বার্থে এই দায়িত্বটি পালন করতে হবে। সমাজের সচেতন জনগোষ্ঠি বাড়ির বা বাসার পাশের শিক্ষালয়টি পরিদর্শন করতে যেতে হবে। কোন অনিয়ম দেখলে সাথে সাথেই আপনার মোবাইলে ক্লিক করুন। আর তা জানিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ব্যস্, বাকিটা মনে করেন- ‘ঐতিহাসিক শিরোনাম’। মনে রাখবেন, দেশ ও জাতির এই দায়িত্ব ও কর্তব্য পালন থেকে আপনি নিজেকে বিরত রাখা হবে- আপনার সবচেয়ে বড়ো অপরাধ। সুতরাং মোবাইল অন রাখুন আর ক্লিক করতেই থাকুন।