
এস.এম মনির হোসেন জীবন : নাশকতার পরিকল্পনার অভিযোগে সাব্বির এনাম নামে বিমান বাংলাদেশের এক পাইলটসহ (ফার্স্ট অফিসার) চার জেএমবি সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪। র্যাবের হাতে আটকৃতরা হলেন পাইলট সাবিবর এনাম (৩৫), তার সহযোগী মো: আলম (৩৪),আশিক রহমান (২৫) ও সুলতানা পারভিন (৫৫)। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে তাদের আটক করে র্যাব-৪ এর সদস্যরা।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র (এএসপি) মো: মিজানুর রহমান ভূঁইয়া আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের হাতে আটক বাংলাদেশ বিমানের পাইলট সাব্বির এনাম রাজধানীর মিরপুর দারুস সালাম রোডে র্যাবের অভিযানে নিহত জঙ্গি আব্দুল্লাহর সহযোগী ও জেএমবি’র সদস্য ছিলেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র (এএসপি) মো: মিজানুর রহমান ভূঁইয়া আজ এসব তথ্য নিশ্চিত করে জানান, র্যাব-৪ এর ধৃত গ্রেফতাররা মিরপুরের দারুস সালাম জঙ্গি আস্তানায় নিহত জঙ্গি আব্দুল্লাহর সহযোগী ও জেএমবি সদস্য।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সহকারী জনসংযোগ কর্মকর্তা তাছমিন আক্তারের কাছে এ বিষয়ে আজ জানতে চাইলে তিনি জানান, সাব্বিরের আটকের বিষয়ে তারা কিছুই জানেন না।
তিনি আরও জানান, দারুস সালামে আব্দুল্লাহ নামে এক জঙ্গি নিহতের পরে উগ্রবাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিমান বাংলাদেশ থেকে সাব্বির এনাম নামে একজনকে বহিষ্কার করা হয়েছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর জেনারেল ম্যানেজার (জিএম) জনসংযোগ কর্মকর্তা শাকিল মেরাজ এর সাথে একাধিকবার যোগাযোগর চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে বিকেল ৪টার দিকে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।