বিরামপুরে বজ্রপাতে একজন নিহত, আহত-১০

মোঃ সামিউল আলম, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে ক্রিকেট খেলার সময় বজ্রপাতে অনিল পাহান(২৩) নামের এক যুবক নিহত হয়েছে। এসময় আরো ১০ জন আহত হয়। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার খাঁনপুর ইউনিয়নের দক্ষিন শাহ্বাজপুর খেলার মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের মত স্থানীয় ছেলেরা মাঠে ক্রিকেট খেলছিল। সন্ধ্যার একটু আগে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ১১ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ি সরকারী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এলাকার মোটা পাহানের ছেলে অনিল পাহানের মৃত্যু হয়। অপর ১০ জন ফুলবাড়ি হাসপাতালে ভর্তি রয়েছে। তবে একজনের অবস্থা একটু গুরুত্বর বলে জানা গেছে।
এ বিষয়ে খাঁনপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।