
ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের টিকিট পেয়েছে আগেই। এবার প্রস্তুতি ম্যাচে নিজেদের শানিয়ে নিচ্ছে আর্জেন্টিনা দল।
প্রীতি ম্যাচে রাশিয়ার মুখোমুখি হবে মেসি-আগুয়েরো-ডি মারিয়ারা। তবে রাশিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর আগেই প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার মাউরো ইকার্দি।
ইতালিয়ান সিরি’আ লিগে তুরিনোর বিপক্ষে ম্যাচে চোট পান মাউরো ইকার্দি। আর এই চোটের কারণে ইন্টার মিলানের এ স্ট্রাইকার আর্জেন্টিনা স্কোয়াড থেকে ছিটকে গেলেন।
২০১৮ বিশ্বকাপের আয়োজক রাশিয়া। রাশিয়ার পর নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে সদ্য পাওয়া এ চোটের কারণে নাইজেরিয়ার বিপক্ষেও খেলতে পারবেন না ইকার্দি।
সিরি’আতে সব শেষ ম্যাচে তুরিনোর বিপক্ষে ইন্টার মিলানের মধ্যকার ম্যাচটি ১-১ গোল ড্র হয়। ওই ম্যাচে খেলতে নেমে হাঁটুতে চোট পান দলটির অধিনায়ক ইকার্দি।
১১ নভেম্বর মস্কোতে রাশিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর তিন দিন পর ক্রাসেনোদারে নাইজেরিয়ার মুখোমুখি হবে ডিয়েগো ম্যারাডোনার উত্তরসূরীরা।