বিশ্বজিৎ দাস হত্যা মামলা: কুপিয়ে হত্যার ঘটনাটি ছিল একটি বর্বরতা: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল থাকা নিয়ে রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, মূলত এ ঘটনার সঙ্গে শাকিল ও রাজন দায়ী। তারা দুজনই অস্ত্র দিয়ে মারাত্মক আঘাত করেছে বিশ্বজিৎকে। প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনা ছিল একটি বর্বরতা। তাদের এই অপরাধের ধরন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং গোটা যুবসমাজের সঙ্গে মানানসই না। এ কারণে তাদের মৃত্যুদণ্ড সাজা দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম সহানুভূতি দেখাতে পারি না।

বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর স্বাক্ষরের পর প্রকাশিত ৮০ পৃষ্ঠার রায়ে এসব কথা বলা হয়েছে।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়, এটা কোনো পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড নয়। অবরোধে হঠাৎ বোম ব্লাস্টের কারণেই বিশ্বজিৎ হত্যার শিকার হয়।

অভিযুক্তদের নেতারা নির্দেশ দিয়েছিল, যেকোনো মূল্যে এই অবরোধ প্রতিরোধ করতে হবে। ওইসব নেতা ঘটনার আড়ালে ছিল। অবরোধ প্রতিরোধে যারা নির্দেশ দিয়েছিল তারা অনুসারীদের ফাঁসির দড়িতে রেখে দৃশ্যপটের বাইরে চলে যায় বলে রায়ে মন্তব্য করা হয়।

রায়ে অন্যদের মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন দেওয়ার কারণ প্রসঙ্গে বলা হয়, নাহিদ, এমদাদ, শাওন, লিমন হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকলেও তারা মারাত্মকভাবে বিশ্বজিৎকে আঘাত করেনি। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের অতীত ইতিহাস পরিষ্কার। এদের মধ্যে নাহিদ, শাওন ও এমদাদ পাঁচ বছর ধরে কনডেম সেলে রয়েছে। তারা স্বভাবগত অপরাধী নয়। এ কারণে ন্যায়বিচারের স্বার্থে এ তিনজনের সাজা কমিয়ে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন সাজা দেওয়া ন্যায়সঙ্গত। একই কারণে নুরে আলম লিমনকে যাবজ্জীবন দণ্ড দেওয়া যুক্তিযুক্ত হয়েছে।

বিশ্বজিৎ দাস হত্যা মামলায় হাইকোর্টের রায় গতকাল প্রকাশিত হয়। গত ৬ আগস্ট দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আট আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। বাকি ছয়জনের মধ্যে চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন এবং অপর দুজনকে খালাস দেওয়া হয়।

এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ১৩ আসামির মধ্যে যে দুজন আপিল করেছিলেন তারা খালাস পেয়েছেন। অপর ১১ জনের যাবজ্জীবন দণ্ড বহাল রয়েছে।

২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগ ক্যাডাররা নির্মমভাবে খুন করে দর্জি দোকানি বিশ্বজিৎ দাসকে।

শাঁখারীবাজারে বিশ্বজিতের দর্জি দোকান ছিল। তিনি থাকতেন লক্ষ্মীবাজার। গ্রামের বাড়ি শরীয়তপুর।