বিশ্বাস থেকে জয়, বলেছেন নাসির-সোহান

ক্রীড়া প্রতিবেদক: জয়ের জন্য ২ বলে ২ রান প্রয়োজন সিলেট সিক্সার্সের। রাউন্ড দ্য উইকেট থেকে বল হাতে ছুটলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ড্যারেন ব্রাভো। ব্যাটিংয়ে থাকা কাজী নুরুল হাসান সোহানকে এগিয়ে আসতে দেখে বলটা অফ স্টাম্পের বাইরে ফেললেন ব্রাভো।

কিন্তু কোনো কাজ হলো না। ঠিকমতো বলটা থার্ডম্যান অঞ্চলে খেললেন জাতীয় দলের হয়ে ৯ ম্যাচ খেলা সোহান। শর্ট থার্ডম্যান অঞ্চলে থাকা আল-আমিনকে ফাঁকি দিয়ে বল গেল বাউন্ডারিতে। ১ বল হাতে রেখেই জয় সিলেট সিক্সার্সের।

পঞ্চম বলে জয় নিশ্চিত হলেও শেষ ওভারে ম্যাচের পরিস্থিতি ছিল ভিন্ন। শেষ ৬ বলে ১০ রান দরকার ছিল সিলেটের। ব্রাভোর করা প্রথম বলেই আউট শুভাগত। দ্বিতীয় বলে সোহান লং অনের ওপর দিয়ে পাঠান বাউন্ডারিতে। ওই ছক্কায় ম্যাচ চলে আসে সিলেটের ডেরায়। ম্যাচ শেষে দলের অধিনায়ক নাসির হোসেন জানালেন, সোহানের ওপর পূর্ণ বিশ্বাস ছিল দলের, টিম ম্যানেজমেন্টের।

 

নাসির বলেছেন, ‘আমার পুরোপুরি বিশ্বাস ছিল, শুধু আমার না পুরো দলের বিশ্বাস ছিল আমরা ম্যাচটি জিতব। সোহান খুব ভালো ব্যাটসম্যান। ও এরকম ছয় অনেক মেরেছে। ঘরোয়া ক্রিকেটে তা আমরা দেখেছি। আমার বিশ্বাস ছিল একটা বাউন্ডারি হলে আমরা জিতব। আজকের জয়টা সোহানের জন্যই। ওর এমন ব্যাটিংয়ে বিস্মিত হইনি। ও সচরাচর এমনভাবেই মারে।’

দলকে জিতিয়ে সোহানও বেশ খুশি। মুঠোফোনে সোহান বলেন, ‘খুব ভালো লাগছে। আজকের জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। পরপর দুটি বড় দলকে হারিয়েছি। আমরা এখন বেশ ভালো অবস্থানে আছি। ব্যাটিংয়ে নামার সময়ই মনে হচ্ছিল একটা বড় শট খেলতে পারলে জয় আসবে। দ্বিতীয় বলে ছয়টি হওয়ায় চাপটা পুরোপুরি কমে গিয়েছিল।’