বৃষ্টিতে গাজীপুর মহানগরীতে ব্যাপক জলাবদ্ধতা : ভোগান্তি চরমে

এস. এম. মনির হোসেন জীবন : বৈরী আবহাওয়া কারণে গত দুই দিনের প্রবল ভারী বর্ষনের ফলে গাজীপুর মহানগরী টঙ্গীর বিভিন্ন রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ঢাকা-টঙ্গী,গাজীপুর ও ময়মনসিংহ এবং সিলেট মহাসড়কের বর্তমানে বেহাল অবস্থা। সামান্য বৃষ্টিতে গাজীপুর মহানগরীতে ব্যাপক জলাবদ্বতা : ভোগান্তি চরমে। স্কুল কলেজগামী শিক্ষার্থীরা ও গার্মেন্টস শ্রমিকরা বিপাকে পড়েছেন। এছাড়া প্রবল বৃষ্পিাতের কারণে মহাসড়কে প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই রুটে চলাচলরত যানবাহন ও যাত্রীসাধারণ।
বৃষ্টির পানি রাস্তা ছাড়িয়ে শিল্পনগরী টঙ্গী ও গাজীপুরের নিন্ম অঞ্জলের অনেক বাসা বাড়িতে ঢুকেছে এবং অসংখ্য বাসা বাড়িতে থৈ থৈ পানি উঠেছে। সেই সাথে বৃষ্টির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রাও অনেকাংশে ব্যাহত হচ্ছে। সকালে যারা বাসা থেকে বের হয়ে কর্মস্থলে গিয়েছেন তাদে দুর্ভোগের যেন অন্ত ছিল না। সবচেয়ে বেশ বিপাকে পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা ও গার্মেন্টস শ্রমিক।
এদিকে, প্রবল বৃষ্টিপাতের কারণে গত রাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ১২ কিলোমিটার পথ বারো ঘণ্টাতেও যেতে পারছে না যাত্রীরা। অব্যাহত মুষলধারে বৃষ্টি আর বৃষ্টির পানি রাস্তায় জমে জলাবদ্ধতার কারণে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সেইসঙ্গে বিআরটি রোডের কাজ চলায় বিভিন্ন স্থানে মহাসড়কে যানবাহন এক লেনে চলাচল করায় আরও যানজট সৃষ্টি হচ্ছে। ফলে ঢাকা-টঙ্গী -গাজীপুর -ময়মনসিংহ মহাসড়ক গত দুই দিনে বেহাল অবস্থায় পরিণত হয়েছে।
টঙ্গী ও গাজীপুরের বাসযাত্রীরা গতকাল শনিবার জানান, টানা বৃষ্টিতে পানি জমে সড়ক ভেঙে ও দেবে যাওয়ার কারণে ঢাকা-টঙ্গী, গাজীপুরে ঢাকা- ময়মনসিংহ,টাঙ্গাইল ও টঙ্গী-সিলেট মহাসড়কে প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই রুটে চলাচলরত যানবাহন ও যাত্রীসাধারণ।
এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এছাড়া প্রচন্ড বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদায় পরিণত হয়েছে। যার কারণে যান চলাচলে বিঘœ ঘটছে। তবে যানজট নিরসনে পুলিশ ও গাজীপুরের ট্রাফিক বিভাগের পুলিশের সদস্যরা বৃষ্টিরমধ্যে যানজট নিরসনে কাজ করছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বৃষ্টি হলে গাজীপুর শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। এতে নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পর্যাপ্ত নালা না থাকায় ও অপরিকল্পিতভাবে নানা স্থাপনা গড়ে তোলায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
গতকাল শনিবার সরেজমিনে খোঁজ নিয়ে ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, কয়েক ঘণ্টা টানা বৃষ্টি হলে নগরের টঙ্গীর হোসেন মার্কেট, এরশাদ নগর, কলেজ গেট, স্টেশন রোড, খাঁ পাড়া সড়ক, আরিচপুর , রাজবাড়ি সড়ক, নলজানি, চান্দনা চৌরাস্তা, ভোগড়া, বাসন, খাইলকুর, কলমেশ্বর, গাছা, কুনিয়া, তারগাছ এলাকা পানিতে তলিয়ে যায়। বৃষ্টির পানির সঙ্গে কলকারখানার বর্জ্যমিশ্রিত পানি, পয়োনালা ও নর্দমার পানি মিশে পরিস্থিতি আরও খারাপ হয়। দুর্গন্ধযুক্ত ময়লা পানি মাড়িয়ে সাধারণ মানুষকে যাতায়াত করতে হয়। পরিস্থিতি সবচেয়ে খারাপ হয় ভোগড়া চৌরাস্তা, মধ্যপাড়া, বাসন, তারগাছ, খাইলকুর, টঙ্গীর হোসেন মার্কেট, খাঁ পাড়া সড়ক, সফিউদ্দিন রোড, সুরতরঙ্গ রোড, লেদু মোল্লা রোড, দত্তপাড়ার হিমার দিঘি রোড, পূর্ব আরিচপুর,জামাই বাজার, বউ বাজার, আরিচপুর, গাজীবাড়ি, মাছিমপুর, টঙ্গী থানা ও টঙ্গী সরকারি হাসপাতাল এলাকায়।

টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ তালুকদার জানান, বৈরী আবহাওয়া কারণে গত দুই দিনের প্রবল ভারী বর্ষনের ফলে গাজীপুর মহানগরী টঙ্গীর বিভিন্ন রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। টঙ্গী মডেল থানা প্রবেশ গেইটে বৃষ্টি পানি থৈ থৈ করছে।
গাজীপুর মহানগরী টঙ্গী অঞ্জলের ট্রাফিক পুলিশের টিআই মো: আনিছুর রহমান জানায়, গত দু’দিনের প্রবল বৃষ্টির কারণে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং রাস্তার বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় ভারি যানবাহন আটকে গিয়ে প্রবল যানজটের সৃষ্টি হচ্ছে।
টিআই মো: আনিছুর রহমান আরও জানায়, বৃষ্টির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, ভোগড়া, বাইপাস মোড়, বাসন সড়ক, চেরাগ আলী, এরশাদনগর, বোর্ড বাজার,তারগাছ, কুনিয়া, সাইনবোর্ড এলাকার রাস্তা পানিতে তলিয়ে রয়েছে। যার ফলে এ সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।
টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ কাসেম রানা জানান,গতকাল শনিবার সকাল ৭টার দিকে ঢাকা থেকে গাজীপুরের উদ্দেশে রওয়ানা দেন। দুপুর ১২টায় তিনি বোর্ড বাজার পর্যন্ত আসতে পেরেছেন। গাজীপুর চান্দনা চৌরাস্তা পর্যন্ত আসতে তার আর কত সময় লাগবে তা তিনি জানেনা। কখন সে বাড়ি ফিরবে সেটি নিয়ে ও তিনি অনেকটা অনিশ্চিত।
শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের টেস্ট পরীক্ষার্থী নূসরাত জনান, বৃষ্টি হলে টঙ্গী এলাকার বেশ কয়েকটি স্কুলে হাঁটুপানি জমে যায়। টঙ্গী বিসিক এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান,সমান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের ক্লাশ রুমে পানি উঠে । এলাকার ড্রেনেজ ব্যাবস্থা খারাপ থাকায় প্রতিটি বাসাবাড়ী ও রাস্তা- ঘাটসহ শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যায়। ফলে শিক্ষার্থী ও বিসিক এলাকায় কর্মরত শ্রমিক- কর্মচারীদের অনেক কষ্ঠে ভিজা কাপড়ে অফিস করতে হয় ।
টঙ্গী আরিচপুর ও স্টেশন রোডের বাসিন্দাররা জানান, বিভিন্ন এলাকায় আবর্জনার কারণে পানিনিষ্কাশনের নালা বন্ধ হয়ে গেছে। তাই সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। তখন ময়লা পানি বাসাবাড়িতেও ঢুকে পড়ে। ভারী বৃষ্টি হলে টঙ্গীর স্টেশন রোড কোমরপানিতে তলিয়ে যায়। টঙ্গী হাসপাতাল ও থানার ভেতরেও পানি ঢুকে যায়।
নগর পরিকল্পনাবিদ শাহরিয়ার হোসেন বলেন, প্রতিটি নগরের একটি মহাপরিকল্পনা থাকে। সে অনুযায়ী, আবাসিক, শিল্প ও অন্যান্য এলাকা গড়ে ওঠে। কিন্তু গাজীপুর নগর গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে। গাজীপুর সিটি করপোরেশনের ভবন নির্মাণের নকশা অনুমোদনের ক্ষমতা নেই। নকশা অনুমোদন করে রাজউক। তিনি বলেন, প্রভাবশালী ব্যক্তিরা তাঁদের ইচ্ছেমতো বাসাবাড়ি, বিপণিবিতান ও কলকারখানা তৈরি করছেন। কোথাও কোথাও ময়লা জমে নালা বন্ধ হয়ে গেছে। এতে পানির প্রবাহ বন্ধ হয়ে নগরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ সমস্যা দিন দিন বেড়ে চলছে।
গাজীপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আকবার হোসেন বলেন, গাজীপুর সিটি করপোরেশনের অনেক এলাকা আগে ইউনিয়ন পরিষদের (ইউপি) অধীনে ছিল। যে কারণে বাড়িঘরসহ স্থাপনা নির্মাণে নিয়ম মানা হয়নি। সেসব এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থাও খারাপ। তা ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুই পাশে পানিনিষ্কাশনের নালা নেই। এ কারণে ভোগড়া, বাসন, হোসেন মার্কেট ও স্টেশন রোড এলাকায় জলাবদ্ধতা হচ্ছে।

মাছিমপুর এলাকাবাসী জানায়, টানা বৃষ্টি হলে টঙ্গী সরকারি হাসপাতালে যাওয়ার কোনো উপায় থাকে না। হাসপাতালের ভেতরে-বাইরে পানি জমে যায়।
কারখানাশ্রমিক সুমন মিয়া ও সাইদুল ইসলাম বলেন, কারখানার শ্রমিক ও স্থানীয় লোকজনকে বাধ্য হয়ে নোংরা পানি মাড়িয়ে যাতায়াত করতে হয়। এ ছাড়া বাসাবাড়ি ও পয়োনালার পানি সড়কে পড়ায় সারা বছরই মানুষকে ভোগান্তি পোহাতে হয়।