বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্টকে লাল গালিচা সম্বর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়া সফর শেষ করে চীন পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তাকে বেইজিংয়ে লাল গালিচা সম্বর্ধনা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার মেয়াদের শেষ সময়ে চীন সফরে গিয়েছিলেন। ওই সময় ওবামাকে লাল গালিচা সম্বর্ধনা দেয়নি চীন। ট্রাম্পকে দেওয়া এই লাল গালিচা সম্বর্ধনা তাই এটাই ইঙ্গিত দিচ্ছে, এই সফরে ট্রাম্পের সঙ্গে চীনা প্রেসিডেন্টের সম্পর্ক ও বাণিজ্যিক লেনদেন বিষয়ক আলোচনা বেশ উষ্ণই হবে।

ফক্স নিউজ জানিয়েছে, দুদিনের সফরে ট্রাম্প আলোচনায় উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ মিত্র চীনের সম্পর্ক ছেদ করার বিষয়ে জোর দেবেন। তিনি পিয়ংইয়ংয়ের সঙ্গে আর্থিক লেনদেন ছিন্নকরণ এবং চীন থেকে উত্তর কোরিয়ার শ্রমিকদের বের করে দেওয়ার আহ্বান জানাবেন।

এর আগে মঙ্গলবার দক্ষিণ কোরিয়া সফরের সময় ট্রাম্প প্রত্যেক দায়িত্ববান দেশকে উত্তর কোরিয়াকে সমর্থণ না দেওয়ার ব্যাপারে একজোট হওয়ার আহ্বান জানিয়েছিলেন।

ট্রাম্প বলেছেন, ‘আপনার সমর্থন দিতে পারেন না, আপনারা যোগান দিতে পারেন না, আপনার গ্রহণ করতে পারেন না।’ এসময় তিনি চীন ও রাশিয়াসহ প্রত্যেক দেশকে উত্তর কোরিয়ার ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানান।