
নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন দুর্নীতির অভিযোগে বেঙ্গল গ্রুপ লিমিটেডের মালিক আবুল খায়ের লিটুকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আবুল খায়ের লিটু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, কোটি কোটি টাকার কর ও ভ্যাট ফাঁকি, বিদেশে বিভিন্ন রাজনৈতিক দলে অর্থ প্রদান এবং হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
বুধবার বেঙ্গল গ্রুপের গুলশান কার্যালয়ে কমিশনের অনুসন্ধানকারী দলের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
অনুসন্ধান দলের নেতৃত্ব দেন দুদকের পরিচালক ও অনুসন্ধানের তদারককারী কর্মকর্তা সৈয়দ ইকবাল হোসেন। দুদকের ওই পরিচালক এসব তথ্য জানিয়েছেন।
দুদক সূত্র আরো জানায়, বেঙ্গল গ্রুপ লিমিটেডের মালিক আবুল খায়ের লিটু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, কোটি কোটি টাকার কর ও ভ্যাট ফাঁকি, বিদেশে বিভিন্ন রাজনৈতিক দলে অর্থ প্রদান এবং জ্ঞাত আয়বহির্ভূতভাবে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অবৈধ সম্পদের মধ্যে রয়েছে গুলশান, উত্তরা, মহাখালী ডিওএইচএস, ধানমন্ডি এলাকায় একাধিক বাড়ি, ফ্ল্যাট ও প্লট, পরিবারের সদস্যদের দামি ব্রান্ডের একাধিক গাড়ি; আমেরিকা, সিঙ্গাপুর ও কানাডায় বাড়ি।