বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে তিনজন অগ্নিদগ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় একটি বেসরকারি অফিসে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে তিনজন অগ্নিদগ্ধ হয়েছে।

সোমবার দুপুরে আগ্রাবাদস্থ ব্যাংক এশিয়ার পেছনে শামিন এসোসিয়েট নামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলো- মো. ছানোয়ার (১৮), আনোয়ার কবির (২৪) ও মাসুদ আলম (৪৫)।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম কর্মকর্তা সত্যপ্রিয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে আগ্রাবাদ ব্যাংক এশিয়ার পেছনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, আগ্রাবাদে অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মাসুদ আলম নামের একজনের অবস্থা আশঙ্কাজনক।