আ:আজিজঃবোরহানউদ্দিন প্রতিনিধি। ভোলা বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩ জেলেকে আটক করে ভিবিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে। এ সময় ১৫০০মিটার কারেন্ট জাল ও ১২ কেজি মাছ জব্দ করা হয়েছে।৪ ফেব্রুয়ারি রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহি ম্যাজিস্ট্রট, মৎস্য অফিসার, পুলিশের পৃথক পৃথক অভিজান চালিয়ে এ জেলে আটক,জাল ও মাছ জব্দ করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর জানান, নদীতে নওষেধাজ্ঞা অমান্য করে বোরহানউদ্দিন সদর উপজেলা মেঘনা নদীতে মাছ শিকার করায় ৩ জেলে আটক ও ১২ কেজি মাছ ও ১৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ব্রাম্যমাণ আদালত এর মাধ্যমে উপজেলা নির্বাহী মেজিস্ট্রিট আ:কুদ্দূস ব্রাম্যমাণ আদালত এর মাধ্যমে আটককৃত জেলে হাদিস মাঝি (৬৫) কে ২৫ দিনের কারাদন্ড, সোহেল(২০) ও মনির হোসেন (৪০) ২৮ দিন করে কারাদন্ড প্রধান করেন। এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরব করা হয়। এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনিষ্ট করা হয়।


