বোরহানউদ্দিনে ৫১ পিচ ইয়াবা সহ আটক-১

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ৯নং ওয়ার্ড বাকলাই বাড়ী থেকে দুলাল বাকলাই (৩৫) কে ৫১ পিচ ইয়াবা সহ আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। সুত্রে জানায় শনিবার রাত আনুমানিক ১১.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই রাসেল ও এ.এ.এস আই জসিম এর নেতিৃত্বে উপজেলার কুতুবা ৯ন ওয়ার্ড বাকলাই বাড়ীর পুকুর পার থেকে দুলাল বাকলাই কে ৫১ পিচ ইয়াবা সহ আটক করা হয়। আটক কৃত দুলাল বাকলাই কুতুবা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলী বাকলাইর ছেলে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অসীম কুমার সিকদার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আজ (রবিবার) তাকে জেল হাজতে প্রেরনের প্রস্তুতি চলছে। এর আগেও সে ইয়াবা সহ আটক হয়ে জেল খেটেছিেেলন।