
মো:আ:আজিজ বোরহানউদ্দিন।বোরহানউদ্দিন উপজেলার পদ্মা মনষা এলাকা থেকে
ইয়াবা সহ কবির হোসেন (৩২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে
পুলিশ।আটককৃত কবির হোসেন বোরহানউদ্দিন উপজেলা কাচিয়া ইউনিয়েন পদ্মা মনষা
৬নং ওয়ার্ডের মৃত শামছুল হকের ছেলে।রবিবার রাত ২.১৫ মিনিটের সময় তার নিজ
বাড়ি থেকে আটক করেছে পুলিশ।বোরহানউদ্দিন থানার ওসি মো:শহিদুল ইসলাম
তথ্যটি নিশ্চিত করে ক্রাইম পেট্রোল বিডি জানান,আটককৃত কবির হোসেন
দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল এমন অভিযোগের বিত্তিতে এএসআই বিপ্লব
ও এএসআই শামিম হাওলাদার নেতৃত্বে অভিযান চালিয়ে ১৫ পিচ ইয়াবাসহ তাকে আটক
করা হয়।আটককৃতর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি মাদক মামলা দায়ের করা
হয়েছে।