বোরহানউদ্দিন জ্বীন প্রতারক আটক

বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধি:মো:আ:আজিজ: ভোলার বোরহানউদ্দিনের ফুলকাচিয়া ইউনিয়ন থেকে

বাচ্চু নামে এক জ্বীন প্রতারককে আটক করেছে থানা পুলিশ ।

থানা সুত্র জানায়, ২ই নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিটে গোপন সংবাদের

ভিত্তিতে এসআই নাসির সঙ্গীয় ফোর্স নিয়ে মো: বাচ্চু(২২) কে নিজ বাড়ি থেকে আটক

করে। তার বিরুদ্ধে বোরহানউদ্দিন সহ দেশের বিভিন্ন জেলার জন সাধারনের ও প্রবাসী

দের নিকট থেকে বিকাশ এর মাধ্যমে মোটা অংকের টাকা প্রতারনা করার অভিযোগ আছে।

আটকৃত বাচ্চু স্থানীয় :মো:জেবল হকের ছেলে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্ততা নিশ্চিত

করে বলেন, আজ(বৃহস্পতিবার) তাকে প্রতারনার মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে