ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ‘অচেনা মায়া’

বিনোদন ডেস্ক : পাহাড়ের উপর বাঁশের তৈরি ছোট্ট একটি ঘর। দোকানি এতে চা, বিস্কুটসহ নানা খাবারের পসরা সাজিয়ে বসেছেন। দোকানটির সামনে এসে দাঁড়ায় উঠতি দুজন তরুণ-তরুণী। ক্লান্তির ছাপ তাদের চোখেমুখে। মুখে অল্প পানি ছিটিয়ে চায়ে চুমুক দেয় তারা। এদিকে ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ‘অচেনা মায়া’ শিরোনামের গানটি।

বাঁধন সরকার পূজা ও কাজী শুভর গাওয়া ‘অচেনা মায়া’ গানের মিউজিক ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। সম্প্রতি সিডি চয়েসের ইউটিউবে চ্যানেলে প্রকাশিত হয়েছে এটি।

রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর করেছেন কাজী শুভ। সংগীতায়োজন করেছেন রাফি। মিউজিক ভিডিওটির মডেল হয়েছেন কাজী উজ্জল ও অশিন। এটি নির্মাণ করেছেন এ এম মাহমুদ। ঘর পালানো তরুণ তরুণীর একটি গল্প ভিডিওটিতে তুলে ধরেছেন এ নির্মাতা।

দেখুন : ‘অচেনা মায়া’ গানটি।

https://youtu.be/in0WsjAs7-I