ব্যাটিংয়ে রংপুর

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলের ঢাকা পর্ব শুরু হলো আজ থেকে। দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে রংপুর রাইডার্স। আগে ব্যাটিং নিয়ে রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘এটা দিনের ম্যাচ, তাই খুব বেশি শিশির হবে না। আর এটা একেবারে নতুন উইকেট। টুর্নামেন্টটা এখন পর্যন্ত দারুণ উপভোগ করছি আমি।’ ড্যারেন স্যামির অনুপস্থিতিতে রাজশাহীকে নেতৃত্ব দেওয়া মুশফিকুর রহিম বলেছেন, ‘প্রথমে ফিল্ডিং পেয়ে আমি খুব একটা অখুশি না। আমি মনে করি, উইকেট খুব বেশি পরিবর্তন হবে না।’ এবারের বিপিএলে এখনো জয় না পাওয়া রাজশাহী আজ দলে চারটি পরিবর্তন এনেছে। দলে এসেছেন মোহাম্মদ সামি, নিহাদুজ্জামান, লেন্ডল সিমন্স ও ম্যালকম ওয়ালার। চোটের কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক স্যামি। বাদ পড়েছেন লুক রাইট, হোসেন আলী ও সামিত প্যাটেল। রংপুর দলে দুটি পরিবর্তন হয়েছে। দলে এসেছেন আব্দুর রাজ্জাক ও অ্যাডাম লিথ। বাদ পড়েছেন সামিউল্লাহ সেনওয়ারি ও সোহাগ গাজী। বিপিএলে সিলেট পর্বে রংপুর দুই ম্যাচের একটি জিতেছে এবং একটি হেরেছে। আর রাজশাহী দুই ম্যাচের দুটিতেই হার সঙ্গী করেছে। এখন পর্যন্ত তারাই একমাত্র দল, যারা কোনো ম্যাচ জেতেনি। আজ কাঙ্ক্ষিত জয়ের দেখা পাবে রাজশাহী? ঢাকা পর্ব থেকে বিপিএলের ম্যাচ এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। দিনের প্রথম ম্যাচ শুরু ১টায়, আর দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টায়। শুধুমাত্র শুক্রবার দিনের প্রথম ম্যাচ ২টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে।