
ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের বিপক্ষে ব্রাজিল তারকা নেইমারকে নিয়ে শঙ্কা রয়েছে। উরুতে চোট থাকায় পিএসজির হয়ে সবশেষ লিগ ম্যাচেও মাঠে নামেনি তিনি। এবার ব্রাজিল দলের আরেক তারকা ফিলিপ কুতিনহোকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
শুক্রবার জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষ করে চার দিন পর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ব্রাজিল। প্রথম ম্যাচে শঙ্কা থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে পরেরটিতে কুতিনহো খেলতে পারেন বলে জানিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসকরা।
কুতিনহোর ইনজুরি নিয়ে তার চিকিৎসক রদ্রিগো জানিয়েছেন, ‘কুতিনহো এখনও বল নিয়ে অনুশীলন করেননি। উরুর অ্যাবডাক্টরে পেশির চোটে ভুগছেন তিনি। সেরে ওঠার চূড়ান্ত ধাপে আছেন । আমরা জানতাম তিনি পুরোপুরি ফিট নাও হতে পারেন। কিন্তু আমরা চেয়েছি সেরে উঠার চূড়ান্ত ধাপটায় তিনি আমাদের সঙ্গে থাকুন।’
ঊরুর চোটের কারণে লিভারপুলের হয়ে গত তিন ম্যাচে খেলতে পারেননি কুতিনহো।তবে দুটি প্রীতি ম্যাচের জন্য যোগ দিয়েছেন জাতীয় দলে। ফ্রান্সের লিলে জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল। এর চার দিন পর ওয়েম্বলিতে সেলেসাওদের স্বাগত জানাবে স্বাগতিক ইংল্যান্ড।