ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত ঢাবি দুই ছাত্রকে সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বহিষ্কৃতরা হলেন- পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী মহিউদ্দীন রানা ও ফলিত রসায়নের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ মামুন। এর মধ্যে রানাকে জালিয়াত চক্রের অন্যতম হোতা হিসেবে চিহ্নিত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলা দিয়ে রিমান্ডে নেয়। রানা ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদকের দায়িত্বে ছিলেন। ঘটনার পরে ছাত্রলীগ তাকে বহিষ্কার করে। শহীদুল্লাহ হলের নিজ কক্ষ থেকে ভর্তি পরীক্ষার জালিয়াতির বিভিন্ন ডিভাইসসহ তাকে আটক করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদালয় ভর্তি জালিয়াতির বিষয়ে অত্যন্ত কঠোর। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এ ধরনের কাজের সঙ্গে যারা জড়িত থাকবে তাদের সবাইকে শাস্তি পেতে হবে। ভর্তি জালিয়াতির দায়ে দুজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তদন্ত অনুযায়ী পরবর্তীতে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানান উপাচার্য।