
ক্রীড়া ডেস্ক : ভারত সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের শ্রীলঙ্কা দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান কুশল মেন্ডিস ও কৌশল সিলভা এবং পেসার নুয়ান প্রদীপ।
রোববার ঘোষিত ১৬ সদস্যের দলে ফিরেছেন অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা ও দাসুন শানাকা। গত সপ্তাহে নিজেকে ফিট ঘোষণা করা প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসও ফিরেছেন দলে।
গত সপ্তাহে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানিয়েছিলেন, অলরাউন্ডার আসেলা গুনারত্নে ও ব্যাটসম্যান কুশল পেরেরাকে ভারত সফরের দলে বিবেচনা করা হবে। কিন্তু সম্প্রতি চোট কাটিয়ে ওঠা এই দুজনকে দলে রাখা হয়নি।
ধনঞ্জয়া ও শানাকা শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে তাদের দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন। ক্যারিবিয়ানে ২-১ ব্যবধানে জেতা তিন ম্যাচের আনঅফিসিয়াল টেস্ট সিরিজে শ্রীলঙ্কা ‘এ’ দলকে নেতৃত্ব দেন ধনঞ্জয়া।
তিন ম্যাচে ৫২ গড়ে ২৬০ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনিই। দুই ম্যাচে ৬১ গড়ে ১৮৩ রান করে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শানাকা।
ভারত সফরের আগে প্রাক্তন শ্রীলঙ্কান ব্যাটসম্যান থিলান সামারাবীরাকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এসএলসি। ৪১ বছর বয়সি সামারাবীরা গত বছর বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছিলেন।
আগামী ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। সিরিজের পরের দুই ম্যাচ হবে যথাক্রমে নাগপুর ও দিল্লিতে।
শ্রীলঙ্কা দল:
দিনেশ চান্দিমাল (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, রঙ্গনা হেরাথ, সুরাঙ্গা লাকমাল, দিলরুয়ান পেরেরা, লাহিরু গামাগে, লাকশান সান্দাকান, বিশ্ব ফার্নান্দো, দাসুন শানাকা, নিরোশান ডিকভেলা, রোশেন সিলভা।