
নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দুর্নীতি, ছুটি নেওয়ার প্রেক্ষাপট নিয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের দেওয়া বিবৃতির বিষয়ে সকল বিচারপতিকে অবহিত করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।
আজ সোমবার বিকেলে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় তিনি বিষয়টি অবহিত করেন।
বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বলেন, বিচারপতি এস কে সিনহা অস্ট্রেলিয়া যাওয়ার আগে সাংবাদিকদের কাছে চিঠি না দিলে আজকের এ পরিস্থিতি তৈরি হতো না। বিচারপতি এস কে সিনহার বিবৃতির কারণেই বিভ্রান্তি অবসানে সুপ্রিম কোর্ট বিবৃতি দিয়েছে।
সোমবার বিকেল ৪টা থেকে প্রায় পৌনে একঘণ্টা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র উপরোক্ত বিষয় নিশ্চিত করেছে। ফুলকোর্ট সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।