ভূমি অফিসগুলোতে অনিয়ম-দুর্নীতি বন্ধে সরকার জিরো টলারেন্সঃ ভূমিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, দেশের ভূমি অফিসগুলোতে অনিয়ম-দুর্নীতি বন্ধে সরকার জিরো টলারেন্স গ্রহণ করেছে। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে ভূমি অফিসের অব্যবস্থাপনা দূর করে জনভোগান্তি কমাতে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থার কর্মকর্তা এবং দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি সচিব এম এ জলিলের সভাপতিত্বে সভায় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. নাসির উদ্দিন আহমেদ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মাহফুজুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, পরিচালক সৈয়দ ইকবাল হোসেন, উপপরিচালক (মিডিয়া) প্রণব কুমার ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ভূমির উন্নয়ন কাজ শুরু হয়েছে। দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। মাঠপর্যায় থেকে উচ্চপর্যায় পর্যন্ত স্বচ্ছতার মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে কি না- কড়া তদারকি করা হচ্ছে। অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় জনভোগান্তির জন্য দায়ী কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

শামসুর রহমান শরীফ বলেন, ভূমি মন্ত্রণালয়ের যাবতীয় কার্যাদি পদ্ধতিগতভাবে পরিচালনা করা হচ্ছে। আসলে ভূমি সংশ্লিষ্ট বিষয়ে জটিলতা সেই মুঘল, ইংরেজ, পাকিস্তান শাসনামল থেকেই। তারপরও আমরা স্টেপ বাই স্টেপ এগুচ্ছি।

ভূমি প্রতিমন্ত্রী বলেন, সরকারি জমিসহ জমিজমার হিসাব রাখতে ভূমি ব্যাংক করার পরিকল্পনা রয়েছে সরকারের। এ ব্যাংকের আওতায় সরকারি খাসজমি ও সরকারের অন্যান্য জমির হিসাব নিকাশ থাকবে।

তিনি বলেন, সারাদেশে ৪৫টি উপজেলাকে ডিজিটালাইজড করার কাজ চলছে। একইসঙ্গে ভূমি জোনিং প্রকল্পের কাজও চলছে। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দ্রুত সেবা নিশ্চিত করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

দুদক কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ বলেন, ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। জনভোগান্তিও বাড়ছে। ভূমি সম্পর্কিত ৭০টি গণশুনানি ও ১১টি কর্মশালার পর্যালোচনা থেকে আমাদের এই উপলব্দি।

তিনি বলেন, সার্ভে সেটেলমেন্ট ও নামজারি করাতে এসে মানুষ অনেক ভোগান্তির শিকার হচ্ছেন। সাধারণ মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে না। তিনি ভূমি অফিসগুলোতে হেল্প ডেস্ক খোলার পরামর্শ দেন।

ভূমি অফিসগুলোতে জনভোগান্তি দূর করতে অভিজ্ঞতার আলোকে দুদক কমিশনার বেশকিছু সুপারিশ তুলে ধরেন। তার মধ্যে ভূমি অফিসে সাধারণ সেবা প্রার্থীদেরকে কর্মকর্তা কর্মচারীদের ভালো ব্যবহার করা, সঠিক তথ্য প্রদান করা, সিটিজেন চার্টারভিত্তিক বিভিন্ন তথ্যাদি অফিসের সামনে টানিয়ে রাখা, ভূমি তথ্য সেবা মেলা বা সেবা সপ্তাহ চালু রাখা, প্রতি সপ্তাহে গণশুনানির আয়োজন করা, দালালদের ছবি অফিসের সামনে টানানোর ব্যবস্থা করা। ভূমির দপ্তর প্রধানের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি বৈঠকের ব্যবস্থা করে অনিয়ম দূর করার কথাও বলেন তিনি।

ভূমি সচিব এম এ জলিল বলেন, বিদ্যমান ম্যাপ, খতিয়ান স্ক্যান করে ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে ছাড়া হচ্ছে। এখন দেশের যেকোনো স্থান থেকে খতিয়ান অনলাইনের মাধ্যমে সুবিধাভোগীরা পাচ্ছেন।

তিনি বলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভূমি ব্যবস্থাপনা রেকর্ড সংরক্ষণের জন্য সিকিউরিটি অ্যান্ড সেফটি ব্যবস্থা নিশ্চিত করেছে।