ভূমি রেকর্ড-জরিপের দুর্নীতি দমনে ছয় সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের দুর্নীতি দমন এবং রোধে ছয় সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাতিষ্ঠানিক টিম।

ভূমি মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালক বরাবর পাঠানো ছয় সুপারিশে ডিজিটাল পদ্ধতিতে জরিপ, অসৎ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ও ফাঁদ মামলার ব‌্যবস্থা এবং খাস জমি ব‌্যক্তি মালিকানার নামে রেকর্ড করার বিষয়ে খতিয়ে দেখাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

দুদক সচিব ড. মো. শামসুল আরেফিন সই করা চিঠি গত ৮ নভেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো হয়েছে। দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য‌্য বৃহস্পতিবার এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

সুপারিশগুলো হলো-মৌসুমী কর্মচারীর পরিবর্তে প্রশিক্ষিত স্থায়ী কর্মচারীর মাধ‌্যমে জরিপ কাজ পরিচালনা করা প্রয়োজন। জরিপ বিভাগ কর্তৃক জরিপের সময় ব‌্যাপক প্রচারণা চালাতে হবে। এতে জরিপ কার্যক্রম ও করণীয় সম্পর্কে জমির মালিকসহ সকলে অবগত হতে পারেন। জরিপের সময় জমির মালিকদের মালিকানার স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির থেকে জরিপ কাজে সহযোগিতা করে নিজের জমির নিশ্চিত করতে পারেন।

ভুল জরিপ থেকে পরিত্রাণের জন‌্য ডিজিটাল পদ্ধতিতে জরিপ পরিচালনা করা ও রেকর্ড সংরক্ষণ করা প্রয়োজন। এরই সঙ্গে উক্ত রেকর্ডের সাথে সহকারী কমিশনার ভূমি ও সাব-রেজিস্ট্রার অফিসকে যুক্ত করা। যাতে সরকারি কাজে তারা এ তথ‌্য ব‌্যবহার করতে পারে।

চিহ্নিত অসৎ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ফৌজদারী শাস্তিমূলক ব‌্যবস্থা, ক্ষেত্র বিশেষ ঘুষ গ্রহণকালে ফাঁদ মামলার মাধ‌্যমে হাতেনাতে ধরে আইনে সোপর্দ করার ব‌্যবস্থা নেওয়া যেতে পারে। বিষয়টি নিবিড় পর্যবেক্ষণের জন‌্য উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা সেটেলমেন্ট অফিসের প্রতিনিধি নিয়ে একটি জরিপ পর্যবেক্ষণ কমিটি গঠন করা যেতে পারে।

অনেক সময় জমির মালিকের বিদেশে অবস্থান, অসুস্থতা, জরিপকালীন সময়ে ক্রয় বিক্রয়ের কারণে, মালিকানা পরিবর্তনের কারণে এবং জমি পূর্ববর্তী মালিকদের নামে রেকর্ডভুক্ত হওয়ার কারণে বিদ‌্যমান আইনি ব‌্যবস্থায় বিশেষ আপত্তির উদ্ভব হয় এবং ট্রাইব‌্যুনালে মামলা হয়। এতে জনগণের যেমন ভোগান্তি হয় তেমনই আইনি জটিলতার কারণে অসাধু কর্মকর্তাদের দুর্নীতি করার সুযোগ সৃষ্টি হয়।

সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি, পরিত‌্যক্ত সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি ও সরকারি স্বার্থ সংশ্লিষ্ট জমি অনৈতিক সুবিধা নিয়ে ব‌্যক্তি মালিকানার নামে রেকর্ড করার বিষয়গুলো খতিয়ে দেখার ব‌্যবস্থা করা। এ লক্ষ‌্যে জেলা প্রশাসকের দপ্তর কর্তৃক সর্বশেষ জরিপে রেকর্ডকৃত জমির বিবরণ ও পূর্বের রেকর্ডকৃত জমির বিবরণ তুলনামূলক বিশ্লেষণ করার ব‌্যবস্থা গ্রহণ করা হলে বিদ‌্যমান পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

২০১৬ সালের শেষের দিকে খন্দকার এনামুল বাছিরের নেতৃত্বে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সংক্রান্ত প্রাতিষ্ঠানিক টিম গঠন করে দুদক।