ভূরুঙ্গামারীতে ইয়াবা সহ আটক ২

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানার এস আই জহুরুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ রবিবার রাত ২টার দিকে নাগেশ্বরী উপজেলা মনিপুরি গ্রামের (মহিলা কলেজ পাড়া) মোঃ আব্দুর রশিদের ছেলে আব্দুল্লা আল মামুন রুবেল (২৫) ও মোটর সাইকেল চালক মাহাবুব আলম রানু (৩৪) কে ভূরুঙ্গামারী বাসষ্টান্ড এলাকা থেকে আটক করে। আটককৃত রুবেলের কোটের পকেট থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। রানু জানায় সে চর ভূরুঙ্গামারীর বোনের বাড়ি থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল, পথিমধ্যে রুবেল সাহায্য চাইলে মোটর সাইকেলে তাকে নিয়ে বাসষ্টান্ডে এলে পুলিশ রুবেল ও তাকে আটক করে। রানুর বর্ণনার সত্যতা শিকার করেছে রুবেল।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে রুবেলের নামে চুরি ও মাদকের ১৮টি মামলা রয়েছে। মাদকদ্রব্য আইনে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা হয়েছে। মামলা নম্বর-৪। আটককৃতদের জেলা  হাজতে প্রেরণ করা হয়েছে।