মোক্তার হোসেন সরকার, ভূরুঙ্গামারী থেকেঃ প্রয়োজনীয় জনবলের অভাবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কাজ-কর্মে মারাত্মক স্থবিরতা দেখা দিয়াছে । ২১টি পরিবার কল্যান সহকারীর শূন্য পদে মাত্র ১২ টি পদ পুরনের জন্য অধিদপ্তর থেকে গত ১৪-১৫ ও ১৭ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হলেও এযাবৎ একটি পদেও নিয়োগ দেয়া হয়নি। এ কারনে উপজেলার জন-সংখ্যা নিয়ন্ত্রনে রাখা ঝুকি পূর্ণ হয়ে পড়েছে। জানাগেছে, জন-সংখ্যা নিয়ন্ত্রেন লক্ষ্যে বিগত ১৯৭৬ সালে উপজেলার ১০ ইউনিয়নের ৩০ টি ওয়ার্ডে ১জন করে মহিলা কর্মী এবং প্রতি ইউনিয়নে ১জন করে পরিদর্শক নিয়োগ করা হয়। পর্যায় ক্রমে ওয়ার্ড গুলোকে সক্ষম দম্পতির হার অনুযায়ী ৪৬টি ইউনিটে বিভক্ত করে পরিবার কল্যান সহকারী নিয়োগ দেয়া হয়। দীর্ঘ সময়ে অনেকের মৃত্যু এবং অবসর জনিত কারনে বর্তমানে ২১টি এফডবিøউএ-র পদ শূন্য হওয়ায় পরিবার পরিকল্পানা মাঠ পর্যায়ের মুল কর্মীর সংখ্যা দারুন ভাবে হ্রৃাস পাওয়ার কারনে জন-সংখ্যা নিয়ন্ত্রনের স্থায়ী বন্ধ্যাকরণ ও ভ্যাসেকটমির হার অনেক কমে গেছে। গত জুলাই থেকে এযাবৎ লাইগেশন হয়েছে মাত্র ৩১টি এবং ভ্যাসেকটমি হয়েছে ১টি। যা পূর্ববর্তী বছর গুলোর তুলনায় নগন্য।
এছাড়াও জয়মনির হাট ও পাইকেরছড়া ইউনিয়নে এফপিআই পদ শূন্য থাকার কারনে পরিবার কল্যান সহকারীরা মাঠের কাজে সঠিক পরামর্শ পাচ্ছেন না। স্থায়ী পদে ২জন মেডিক্যাল অফিসারের পদ থাকলেও রয়েছেন মাত্র ১জন ডাক্তার। তিনিও ২বছরের মেয়াদে প্রশিক্ষনে রয়েছেন। এ কারনে লাইগেশন ও ভ্যাসেকটমি করাতে জেলা পরিবার পরিকল্পনা অফিসারের উপর নির্ভর করতে হয়। কোন কারনে তাঁর নির্দিষ্ট দিনে আসতে বিলম্ব হলে কিংবা প্রোগ্রাম বাতিল হলে বাধ্য হয়ে ক্লায়েন্টদের ফিরেও যেতে হয়।
৫টি স্যাকমো পদের মধ্যে পাথরডুবি ও তিলাই ইউনিয়নের ২টি পদ দীর্ঘ দিন ধরে শূন্য রয়েছে। এফডবিøউভিএ-র পদ শূন্য রয়েছে ২টি।
বর্তমানে উপজেলায় মোট সক্ষম দম্পতির সংখ্যা ৬২ হাজার ৪শ’ ৭৯ জন। পরিবার কল্যান সহকারীর শূন্য পদ গুলোতে দায়িত্ব পালন করছে সূর্যের হাসি(কা ন) সমিতি। ধলডাঙ্গা বহুমূখী সামাজিক সংস্থা এবং ধলডাঙ্গা যুব বিঞ্জান ক্লাব নামে ৩টি সংস্থা। সংস্থাগুলোর কাজের মান সর্ম্পকে জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আহসানুল হক জানান,কা ন সমিতির কার্যক্রম সন্তোষজনক। বাকী দুটি সংস্থা সর্ম্পকে তিনি কোন মন্তব্য করেন নি। সচেতন ব্যক্তিদের মতে দীর্ঘ দিন পদ গুলো শূন্য থাকলে জন-সংখ্যা নিয়ন্ত্রনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে।


