ভূরুঙ্গামারীতে মহানামযজ্ঞ অনুষ্ঠিত

মোকতার হোসেন সরকার, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকেঃ ভূরুঙ্গামারীরীর বারাইটারী গ্রামের শ্রীহেমন্ত চন্দ্র দাসের শ্রীনিবাস অঙ্গনে বিশ্বশান্তি ও মানবতার কল্যানে অষ্টপ্রহরব্যাপি তারকব্রক্ষ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালিন লীলাকীর্তন অনুষ্ঠিত হয়েছে। গত ৪ ফাল্গুন সায়ান্হে শ্রী মদ্ভাগবত গীতা পাঠ করে অনুষ্ঠানের সূচনা করা হয়। ষনুষ্ঠানে নামসুধা পরিবেশন করেন,বেরুবাড়ি নাগেশ্বরী উপজেলার বাল্যগোপাল সম্প্রদায়, নাখারগজ্ঞের কষ্নকাঙ্গাল সম্প্রদায়,রাজারহাটের মাধবাচার্য্য সম্প্রদায় ও ভাঙ্গামোড়ের হরেকৃষ্ন সম্প্রদায়।

লীলাকীর্তন পরিবেশনায় অংশ গ্রহন করেন পীরগজ্ঞের গোপাল গিরীধারী সম্প্রদায়ের হৃদয় কুমার পাল,গাইবান্ধার ভাগবত সংঘের সুদর্শন চন্দ্র দাস,রাজার হাটের শ্রীমতি স্মৃতিরানী সরকার এবং ভূরুঙ্গামারীর প্রাণকৃষ্মমোহন্ত।

উক্ত ধর্মানুষ্ঠানের উদ্বোধনী পর্বেস্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্ ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
শত শত ভক্তবৃন্দ মামযজ্ঞানুষ্ঠানে অংশ গ্রহন করেন।