ভূরুঙ্গামারী সীমান্তে এক ভারতীয়র মরদেহ উদ্ধার

ভ‚রুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভ‚রুঙ্গামারী সীমান্তের ধান ক্ষেতে এক ভারতীয় নাগরিকের মরদেহ পাওয়া গেছে। কে বা করা তাকে হত্যা করে লাশ বাংলাদেশের অভ্যন্তরে ফেলে যায়। শুক্রবার সকালে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজি গ্রামের (সীমান্ত পিলার নং ৯৫৪, ৩এস) মানিককাজি বিলে একদল কৃষক ধান কাটতে গিয়ে লাশ দেখেতে পেয়ে স্থানীয় বাগভান্ডার ক্যাম্পে খবর দেয়। উদ্ধারকৃত মরদেহ ভারতীয় নাগরিক সাইফুর ওরফে রফিজ (৫০) এর বলে সনাক্ত করে খবর পেয়ে দেখতে আসা উৎসুক জনতা। তার পরনে লুঙ্গি ও ফুল হাতা শার্ট এবং শরীরে জখমের চিহ্ন রয়েছে। জানা গেছে রফিজ ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার কালমাটি গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ মৌলভীর পুত্র। আরও জানা যায় সে চোরকারবারের সাথে জড়িত ছিল। বাগভান্ডার বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার জাকির হোসেন ও ভ‚রুঙ্গামারী থানার এস আই জালাল আহম্মেদ জানান, লাশটি ভারতীয় নাগরিকের। লাশটি সনাক্ত করার জন্য বিএসএফকে খবর দেয়া হয়েছে।