
আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় নির্বাচনে ভোট গ্রহণকে কেন্দ্র করে সহিংসতা ও বিক্ষোভে সরকার ও বিরোধী পক্ষের সাতজন নিহত হয়েছেন।
নতুন পরিষদ নির্বাচন এবং তাদের হাতে সংবিধান পুনর্লিখনের দায়িত্ব দেওয়া নিয়ে রোববার দেশটিতে ভোট গ্রহণ হয়। বিতর্কিত ও সহিংসতাপূর্ণ এই নির্বাচনের ফলাফল আজই জানা যাবে।
দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ঘোষিত এই নির্বাচন প্রত্যাখ্যান করে বিরোধীগোষ্ঠী। বিরোধীদের দাবি, এই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্র করছেন মাদুরো।
রোববার নির্বাচনী সহিংসতায় নিহতদের মধ্যে বিরোধী দলের এক তরুণ নেতা, সরকারপন্থি একজন প্রার্থী ও এক সেনা রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন কয়েক শত রাজনৈতিক ও নিরাপত্তাকর্মী।
মাদুরো সরকার একটি সাংবিধানিক পরিষদ গঠন করতে চায়। যারা কংগ্রেসকে পাশ কাটিয়ে নতুন সংবিধান প্রণয়নের অধিকার পাবে। কিন্তু এ নির্বাচন বয়কট করে তা প্রতিহতের ঘোষণা দেয় বিরোধীগোষ্ঠী।
মাদুরো সরকার ও বিরোধী দলনিয়ন্ত্রিত জাতীয় পরিষদের মধ্যে কয়েক মাস ধরে চলে আসা অস্থিতিশীলতা, বিক্ষোভ ও সহিংসতার পর প্রেসিডেন্ট মাদুরো সাংবিধানিক পরিষদ গঠনে নির্বাচন দেন। তার দাবি, দেশে শান্তি প্রতিষ্ঠায় এর কোনো বিকল্প নেই।
ভেনেজুয়েলার এই নির্বাচনে শুধু অভ্যন্তরীণ বিরোধীগোষ্ঠীই নয়, আন্তর্জাতিক বিরোধিতাও প্রভাব বিস্তার করে। মাদুরোর ঘোষিত এই নির্বাচনের সরাসরি বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। তারপরও নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় রোববার যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ভাবছে।
রোববার সকালে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনের দিন বিক্ষোভ, মিছিল নিষিদ্ধ করা হলেও তা অমান্য করে রাস্তায় নেমে আসে বিরোধিরা। দেশজুড়ে দফায় দফায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পশ্চিমাঞ্চলীয় রাজ্য তাচিরায় বিক্ষোভ-সংঘর্ষের সময় গুলিতে নিহত হন তিনজন। তাদের মধ্যে দুজন রাজনৈতিক কর্মী ও একজন ন্যাশনাল গার্ডের সদস্য। উত্তর-পূর্ব শহর কুমানায় সংঘর্ষের সময় নিহত হন বিরোধীদলীয় তরুণ নেতা রিকার্ডো ক্যামপস।
ভোট গ্রহণের কিছু আগে বলিভার রাজ্যে এক নির্বাচনী প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়। হোস ফেলিক্স পিনেডা নামের ৩৯ বছর বয়সি আইনজীবী সরকারপন্থি প্রার্থী ছিলেন। তবে নিহত আর দুজনের পরিচয় জানা যায়নি।
রাজধানী কারাকাসে ভোট গ্রহণকালীন এক বিস্ফোরণে কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং এ ঘটনায় বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়ে যায়। এ ছাড়া কারাকাসের বিভিন্ন স্থানে সহিংসতা হয়। বিক্ষোভকারীদের দমনে পুলিশ সামরিক যান ব্যবহার করে এবং কয়েকটি স্থানে গুলির শব্দ শোনা যায়।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও এক ঘণ্টা বাড়িয়ে ৭টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সোমবার ভোটের ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু বিরোধীরা ঘোষণা দিয়েছে, এ দিনও তারা রাস্তায় বিক্ষোভ করবে।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন