ভোট গণনার প্রস্তুতি ঢাকা বারে

নিজস্ব প্রতিবেদক : এশিয়ার বৃহত্তম বার খ্যাত ঢাকা আইনজীবী সমিতির ২০১৮-১৯ কার্যবর্ষের নির্বাচনের ভোট গণনার প্রস্তুতি চলছে। দুপুর সাড়ে ১২টার দিকে ভোটবাক্স খোলা হয়। এরপর ব্যালটের ভাঁজ খুলে একশ’টি করে বান্ডিল করা শুরু হয়।

ঢাকা বারের প্রধান নির্বাচন কমিশনার খোন্দকার মো. আব্দুল মান্নান জানান, মুলত দুপুর ১২টা থেকেই তারা প্রস্তুত। সাড়ে ১২টার দিকে ভোটবাক্স খুলে ব্যালট ‘সর্টিং’ শুরু হয়েছে। তবে কখন ভোট গণনা শুরু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ঢাকা বারের নির্বাচন কমিশনার সালমা হাই টুনি জানান, প্রথমে সদস্য পদে ব্যালট সর্টিং চলছে। এটি শেষ হলে সম্পাদকীয় পদের ব্যালটের সর্টিং শুরু হবে।

এর আগে মঙ্গল ও বুধবার দুই দিনব্যাপী ঢাকা বার সমিতির নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। প্রথম দিন ৩ হাজার ৬৫২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং দ্বিতীয় দিন ৫ হাজার ৩৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে দুই দিনে মোট ৯ হাজার ১১ জন ভোট দেন।

নির্বাচনে ২৭টি পদের বিপরীতে ৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৭ জন এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৭ জন। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একজন।