ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় চাওয়ামাত্রই প্রয়োজনীয় সংখ্যক পুলিশ দেওয়া হবে

সচিবালয় প্রতিবেদক : ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় চাওয়ামাত্রই প্রয়োজনীয় সংখ্যক পুলিশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি জেলা প্রশাসকদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রয়োজনীয় পুলিশ পাওয়া যায় না, এ কথা ঠিক নয়। জেলা প্রশাসনের প্রয়োজন হলে চাওয়ামাত্রই পুলিশ দেওয়া হবে।’

তিনি বলেন, ‘দেখুন, আমাদের পুলিশ লাইনে কিন্তু সবসময় পুলিশ থাকে। আইজি সাহেবও ডিসিদের বলে এসেছেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় তারা যখনই চাইবেন, পুলিশ পাবেন। শুধু পুলিশ কেন, আনসারও সেখানে থাকবে। পুলিশ, আনসার যখন যাকে চাইবে সঙ্গে সঙ্গে তারা পাবে।’

সম্মেলনে ডিসিদের সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা ছিল কি না, জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আজকের সম্মেলনে জেলা প্রশাসকরা ১৪টি প্রশ্ন করেছিলেন, যার সবটাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত। ১৪টি প্রশ্ন ছিল পুলিশ ও অন্যান্য বাহিনীর সমস্যা-সংকট নিয়ে। বিশেষ করে, পুলিশ ফাঁড়ি, নৌ ফাঁড়ির সংখ্যা বাড়ানো, ক্যাপাসিটি বাড়ানো, জনবল বৃদ্ধি, যানবাহন সংকট, ট্যুরিস্ট পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বাড়ানো, জেলখানার ক্যাপাসিটি বাড়ানো ও আধুনিকায়ন, ফায়ার সার্ভিস স্টেশন বাড়ানো, ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো, আরো মাদক নিরামকেন্দ্র স্থাপন, মাদক ব্যবসায়ীদের মধ্যে যারা আত্মসমর্পণ করেছেন তাদের পুনর্বাসন, মাদকের বিস্তার রোধসহ নানা নিয়ে তাদের প্রশ্ন ছিল। সব বিষয়ে আলোচনা করে আমরা তাদের সিদ্ধান্ত দিয়ে এসেছি।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী ভালো কাজ করছে। গোয়েন্দা বাহিনী ভালো কাজ করছে। তারা দক্ষ ও সক্ষম। সেজন্য আমাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ডিসিদের এই সম্মেলন প্রতিবছর হয়ে থাকে। মাঠপর্যায়ের প্রশাসন এবং আমাদের সরকার কী চিন্তা করছে, তা নিয়ে এই সম্মেলন হয়ে থাকে। আমরা তাদের আহ্বান জানিয়েছি, আপনারা সবাই মিলে কাজ করবেন। যখনই আমাদের নিরাপত্তা বাহিনীর প্রয়োজন হবে, একসঙ্গে বসে মিটিং করে সিদ্ধান্ত নেবেন।’