
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে রোববার মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৩৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ হতে সন্তোষে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও ভাসানীর পরিবার ও বিভিন্ন সংগঠন দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল।