
সচিবালয় প্রতিবেদক : চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেড়েছে। বাস্তবায়নের এ হার ৭৩ দশমিক ৭৫ শতাংশ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯টি মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠকে ৮০টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাস্তবায়ন করা হয়েছে ৫৯টি। বাকি ২১টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৩ দশমিক ৭৫ শতাংশ। তিনি আরো বলেন, গত বছরের একই সময়েও আটটি মন্ত্রিসভা বৈঠক হয় এবং ৫৬টি সিদ্ধান্ত হয়েছিল। বাস্তবায়িত হয় ৩৬টি এবং ২০টি বাস্তবায়নাধীন ছিল। বাস্তবায়নের হার ছিল ৬৪ দশমিক ২৯ শতাংশ।