মাগুরায় ছাই তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের মধুমতি নদীর পূর্বপাড়ে লাকড়ি থেকে ছাই তৈরির কারখানায় অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। শনিবার সন্ধ্যা পৌনে পাঁচটার দিকে পাটকাঠির গাদার পাশের একটি ঘরের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়।

দমকলের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ হিসাব জানা না গেলেও ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

কারখানার ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, মূল কারখানার ৩০-৪০ গজ দূরে ছাই মজুদের গোডাউন রয়েছে। গোডাউনের সঙ্গে জেনারেটর ও গ্যাসের সিলিন্ডারের আরেকটি ঘর ছিল। ঘরের সঙ্গে পর পর সাজানো ছিল প্রায় ৫০টি বিশাল আকারের পাটখড়ির গাদা। সারা বছর উৎপাদন চালু রাখার জন্য কারখানার জমিতে পাটখড়ির মজুদ গড়ে তোলা হয়েছিল।

আজ সন্ধ্যা পৌনে পাঁচটার দিকে  ঘরের সঙ্গের একটি পাটখড়ির গাদায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে পাশের সব কয়টি পাটখড়ির গাদায় আগুন ছড়িয়ে পড়ে।

আগুনে রপ্তানির জন্য রাখা প্রায় ৩ হাজার বস্তা ছাই (কার্বন), ৫০ বিঘা জমির ওপর রাখা পাটখড়ির গাদা ও গুদামসহ দুটি টিনের ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে যাবে ।

খবর পেয়ে ফরিদপুর, বোয়ালমারি ও আলফাডাঙ্গা থেকে দমকলের চারটি ইউনিট এসে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।