
আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউজের গণমাধ্যম প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার মাত্র ১০ দিনেরও কম সময়ের মধ্যে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অ্যান্থনি স্কারামুচিকে । সোমবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স।
স্কারমুচিকে অব্যাহতি দেওয়ার মাধ্যমে ট্রাম্প প্রশাসনে চলমান বিশৃঙ্খল অবস্থা নতুন করে সামনে চলে এসেছে। গত সপ্তাহেই পদত্যাগ করেছিলেন ট্রাম্পের চিফ অব স্টাফ রিন্স প্রিবাস।
সাবেক আর্থিক ব্যবস্থাপক স্কারামুচি গত শুক্রবারই কাজে যোগ দেওয়ার পর একসাংবাদিককে টেলিফোনে তার সহকর্মীদের সম্পর্কে অশ্লীল ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন। তার নিয়োগকে কেন্দ্র করে হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ রায়ান্স প্রিবাস ও মুখপাত্র শন স্পাইসার পদত্যাগ করেছিলেন।
দুই কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, সোমবার স্কারামুচিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ট্রাম্পের নতুন চিফ অফ স্টাফ জন কেলি ।
হোয়াইট হাউজ থেকে দেওয়া তিন বাক্যের বিবৃতিতে বলা হয়েছে, ‘অ্যান্থনি স্কারামুচি যোগাযোগ পরিচালক হিসেবে তার পদ থেকে সরে যাচ্ছেন। স্কারামুচি মনে করেছেন যে চিফ অফ স্টাফ জন কেলিকে তার নিজের টিম গঠনের সুযোগ দেওয়া উচিত। আমরা তার জন্য শুভকামনা জানাচ্ছি।’