মাথাবিহীন অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার

মেহেরপুর সংবাদদাতা : জেলার গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মাঠ থেকে মাথাবিহীন অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে কাজিপুর গ্রামের মাঠে কাজ করতে যায় কৃষকরা। এ সময় একই গ্রামের কিয়ামউদ্দীনের ছেলে বাবু মিয়ার কলাইখেতে বিবস্ত্র অবস্থায় মাথাবিহীন দেহ দেখতে পায়। পরে তারা থানায় খবর দেয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।ধারণা করা হচ্ছে, অন্য কোথাও খুন করে মাথাবিহীন লাশ ওই মাঠে ফেলে রাখা হয়েছে।