মাদক নিয়ন্ত ও অপরাধ দমনে লালমনিরহাট জেলা শহরসহ পাঁচটি উপজেলা শহরে সিসি ক্যামেরা বসছে

এস এম আলতাফ হোসাইন সুমন  লালমিনরহাট জেলা প্রতিনিধিঃ লালমিনরহাট জেলাসহ পাঁচটি উপজেলায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে আন্দোলনের জরালো ভুমিকা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত  রাখার আপপ্রান  চেষ্টার কারনে জেলার সকল শ্রেণির মানুষের কাছে বিশ্বাস ও ভালবাসা অর্জন কারী  পুলিশ সুপার (এসপি) এসএম রশিদুল হক বলেন পর্যাক্রমে জেলা সদরসহ উপজেলা শহরগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে ।

২৩ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাট শহরের ড্রাইভারপাড়া মাঠে মাদক বিরোধী এক আলোচনা সভায় তিনি বক্তব্যে  এ কথা বলেন, তিনি আরো বলেন ‘পর্যায়ক্রমে জেলার সকল উপজেলা শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এতে আমাদের কাজের গতি বাড়বে, অপরাধ কমবে ও অপরাধীদের ধরতে সুবিধা হবে পুলিশের।তিনি আরোও বলেন, ইতোমধ্যে জেলা থেকে মাদক নির্মূলের চেষ্টা চলছে। পাশাপাশি সন্ত্রাস ও ইভটিজিংসহ অনান্যো অপরাধও রোধের কাজ করছে পুলিশ।

লালমনিরহাট জেলা ও উপজেলা শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার লক্ষ্যে আগামী ডিসেম্বরের মধ্যে দুই শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার ।

জেলা স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি দুলাল চন্দ্র কর্মকার এর  সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে   প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার সুশান্ত সরকার, সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম, এ্যাড চিত্তরঞ্জন রায়, চেম্বারের সহ-সভাপতি সাখোয়াত হোসেন সুমন ও পরিচালক রেজাউল করিম স্বপন প্রমুখ ।

পরে জেলার স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়। বুধবার রাতে লালমনিরহাট সদরের স্বর্ণপট্রি ও গোশালা বাজারে সিসি ক্যামেরা স্থাপন কারায় পুলিশ সুপার এসএম রশিদুল হককে স্বাগত জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্য গন ।