
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১০ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার মামলার এজাহার আদালতে এলে তা গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী তদন্ত করে প্রতিবেদন দাখিরের নির্দেশ দেন।
এর আগে সোমবার রাতে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নাসিমের বাবা আলী আহমেদ সাইফ উদ্দীন। মামলা নম্বর-৭। এদিকে মামলার তিন আসামি হলেন-আসিফ শিকদার, রজমান আলী ও আব্দুর রশিদ। এ ছাড়া অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার সকালে মধ্যবাড্ডা এলাকায় পূর্ব পরিচিত কয়েকজন ছুরি মেরে পালিয়ে যায়। পরে নাসিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎস তকে মৃত ঘোষণা করেন