
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও প্রাক্তন গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে করা অবৈধ সম্পদ অর্জনের মামলার বিচার শুরু হবে কিনা সে সংক্রান্ত আদেশের জন্য আগামী ১৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
রোববার অধিকতর চার্জ গঠন সংক্রান্ত শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন আদেশের জন্য এ দিন ধার্য করেন।
এদিন মান্নান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক দুই মামলার অভিযোগ গঠন সংক্রান্ত শুনানির দিন ধার্য ছিল। আদালতে আসামিপক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেন সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমান।
অপরদিকে অভিযোগ গঠনের শুনানি করেন দুদকের প্যানেলভুক্ত আইনজীবী মীর আহমেদ আলী সালাম। প্রথমে হাসিনা সুলতানার মামলায় অধিকতর শুনানি হয়। এ শুনানি শেষে মান্নান খানের বিরুদ্ধে দায়ের করা মামলায় অধিকতর শুনানির জন্য সময় চাওয়া হয়। আদালত তা মঞ্জুর করে মান্নান খানের বিরুদ্ধে অধিকতর শুনানির তারিখ আগামী ২৮ ডিসেম্বর দিন ধার্য করেন।
এদিন অভিযোগ শুনানিতে হাজির হতে বেলা ১১টার দিকে মান্নান খান দম্পতি আদালতে আসেন। মামলার কার্যক্রম শেষে দুপুর ১২টার দিকে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
হাসিনা সুলতানার মামলার শুনানিতে সৈয়দ রেজাউর রহমান আদালতকে বলেন, হাসিনা সুলতানা মান্নান খানের সহধর্মিণী হওয়ায় মান্নান খানকে হেয় করতে এ ভদ্র মহিলার নামেও মামলা দেওয়া হয়েছে। তাদের (মান্নান খান দম্পতি) কোনো জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ নেই। অভিযোগ অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা অতিক্রম করেছেন দুদকের তদন্তকারী কর্মকর্তা। এছাড়া হাসিনা সুলতানার ট্যাক্স ফাইল ক্লিয়ার, ট্যাক্স আপডেট আছে। কাজেই আসামির (হাসিনা সুলতানা) অব্যাহতির আবেদন করছি।
অপরদিকে আসামিদের বিরুদ্ধে দুদকের দেওয়া অভিযোগপত্রে অভিযোগের সপক্ষে সব ডকুমেন্ট প্রস্তুত আছে বলে আদালতকে জানান দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২১ আগস্ট মান্নান খানের বিরুদ্ধে ৭৫ লাখ ৪ হাজার টাকার আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলা দায়েরের তিন দিনের মাথায় ২৪ আগস্ট মান্নান খান ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। অপরদিকে তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে ১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একই বছরের ২১ অক্টোবর মামলা করে দুদক। এরপর ২৩ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন হাসিনা সুলতানা। এরপর মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ১১ আগস্ট মান্নান খানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে মান্নান খানের অবৈধ সম্পদের পরিমাণ বেড়ে যায়।
তাতে দেখা যায়, তার আয়-বহির্ভূত সম্পদের পরিমাণ ২ কোটি ৬৬ লাখ ৭ হাজার টাকা এবং তিনি সম্পদের তথ্য গোপন করেছেন ৩১ লাখ ৪৫ হাজার টাকার। তদন্ত শেষে হাসিনা সুলতানার বিরুদ্ধে ২০১৫ সালের ৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে ১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ৩৬ লাখ ৩৭ হাজার টাকার আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।