মার্চে উইন্ডিজ পাকিস্তানে যাবে

ক্রীড়া ডেস্ক : চলতি নভেম্বরেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ দলের। তবে লাহোরের ঘন কুয়াশা আর ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের কিছু সমস্যার কারণে পিছিয়ে দিতে হয়েছে সিরিজটি। নতুন সূচি অনুযায়ী আগামী মার্চে পাকিস্তান সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ দল। ওই সময়ে লাহোর সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল নিশ্চয়তা দিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। শনিবার সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি। সিরিজ পেছানো নিয়ে পিসিবি চেয়ারম্যান জানান, ‘নভেম্বরেই সিরিজটি খেলার কথা ছিল। কিন্তু বাজে আবহাওয়ার জন্য আমরা ঝুঁকি নিতে চাইনি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে চুক্তিবদ্ধ হয়েছে। ২০১৮ সালে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পুরো শক্তির দল পাঠাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।’ আগামী বছর মার্চের ২৯, ৩১ এবং ১লা এপ্রিল পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।